সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

আইপিএলে কড়াকড়ি বাড়িয়ে দিল ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএলকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। বিশেষ করে, খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এবং দলীয় বাসে ভ্রমণের নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি বিসিসিআই একটি ইমেইলের মাধ্যমে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে নতুন নিয়মাবলি জানিয়েছে। তার আগে, ১৮ ফেব্রুয়ারি জুম কলে অনুষ্ঠিত এক বৈঠকে ফ্র্যাঞ্চাইজিদের দল ব্যবস্থাপকদের সঙ্গে নিয়মগুলো ব্যাখ্যা করা হয়।

পরিবারের সদস্যদের জন্য নতুন নিয়ম
বিসিসিআই জানিয়েছে, অনুশীলনের দিনেও খেলোয়াড়দের পরিবারের সদস্যরা ড্রেসিং রুমে ঢুকতে পারবেন না। ম্যাচের দিন তো তারা আগেই নিষিদ্ধ ছিলেন। অনুশীলনের দিন শুধুমাত্র অনুমোদিত স্টাফদের ড্রেসিং রুম ও মাঠে প্রবেশের অনুমতি থাকবে। খেলোয়াড়দের পরিবারের সদস্যরা আলাদা গাড়িতে ভ্রমণ করবেন এবং অতিথি গ্যালারি থেকে অনুশীলন দেখতে পারবেন।

ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আরও একটি নির্দেশনা হলো, বাড়তি স্টাফ যেমন নেট বোলার বা থ্রোডাউন বিশেষজ্ঞদের তালিকা বিসিসিআই-এর অনুমোদনের জন্য জমা দিতে হবে। অনুমোদন পেলে, তারা শুধুমাত্র অনুশীলনের দিনে নির্দিষ্ট অনুমতি পাবেন।

প্র্যাকটিস ম্যাচ ডের নিয়মাবলি
প্র্যাকটিস ও ম্যাচ চলাকালীন নতুন নিয়মাবলি নিয়ে বিসিসিআই কিছু পরিবর্তন এনেছে।

– খেলোয়াড়দের অবশ্যই দলীয় বাসে করে অনুশীলনে যেতে হবে। প্রয়োজনে দুই দলে ভাগ হয়ে যেতে পারবে।

– প্রতিটি দল অনুশীলনের সময় দুটি নেট ও মূল পিচের পাশে একটি সাইড উইকেট পাবে। তবে, মুম্বাইয়ের মাঠে একই সময়ে দুই দল অনুশীলন করলে, তারা দুইটি করে উইকেট ব্যবহার করতে পারবে।

– ওপেন নেট সেশন নিষিদ্ধ করা হয়েছে।

– কোনো দল নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করলে, অন্য দল সেই উইকেট ব্যবহার করতে পারবে না।

– ম্যাচের দিন অনুশীলনের অনুমতি থাকবে না।

– প্রধান পিচে ফিটনেস টেস্ট নিষিদ্ধ করা হয়েছে, যা সাধারণত ম্যাচের আগে ফিজিওরা ব্যবহার করতেন।

ম্যাচ ডে সংক্রান্ত নতুন নির্দেশনা
– ম্যাচের দিন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের অঞ্চলে অনুমোদিত স্টাফদের অ্যাক্রিডিটেশন কার্ড আনতে হবে। প্রথমবার না আনলে সতর্কবার্তা দেওয়া হবে, দ্বিতীয়বার হলে আর্থিক জরিমানা গুনতে হবে।

– স্পন্সরদের এলইডি বোর্ডে ব্যাটসম্যানদের শট খেলার প্রবণতা বন্ধ করতে অনুরোধ করা হয়েছে।

– এলইডি বোর্ডের সামনে বসা যাবে না। টিমের পরিবর্তিত খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নির্দিষ্ট চিহ্নিত স্থানে বসতে হবে।

– ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের অবশ্যই কমপক্ষে প্রথম দুই ওভার কমলা ও বেগুনি ক্যাপ পরতে হবে, যাতে সম্প্রচারকারীরা তা ধারণ করতে পারে।

– ম্যাচ পরবর্তী উপস্থাপনায় ফ্লপি ক্যাপ ও স্লিভলেস জার্সি নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবার এই নিয়ম ভাঙলে সতর্কবার্তা, দ্বিতীয়বার করলে আর্থিক জরিমানা হবে।

– ম্যাচের দিন ১২ জন অনুমোদিত সাপোর্ট স্টাফের বেশি থাকার অনুমতি নেই, যার মধ্যে টিম ডাক্তারও অন্তর্ভুক্ত।

জার্সি নাম্বার পরিবর্তন সংক্রান্ত নিয়ম
কোনো খেলোয়াড় যদি জার্সির নাম্বার পরিবর্তন করতে চায়, তাহলে ম্যাচের অন্তত ২৪ ঘণ্টা আগে বিসিসিআইকে জানাতে হবে।

এই পরিবর্তনগুলোর আরও বিস্তারিত ব্যাখ্যা দিতে বিসিসিআই ২০ মার্চ মুম্বাইতে সমস্ত দলের অধিনায়কদের সঙ্গে একটি বৈঠক করবে। সাধারণত এই ধরনের বৈঠক উদ্বোধনী ম্যাচের ভেন্যুতে অনুষ্ঠিত হয়, তবে এবার এটি বিসিসিআইয়ের ক্রিকেট সেন্টারে আয়োজন করা হচ্ছে।

এবারের আইপিএল শুরু হবে ২২ মার্চ, কলকাতায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ