সর্বশেষ
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্বে ইন্তেখাব চৌধুরী
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ একগুচ্ছ পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান
সাবেক উপমন্ত্রী জ্যাকবের বিরুদ্ধে দুদকের মামলা
কাশ্মীরে হামলা: ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ সম্পর্কে যা জানা গেল
অবৈধ আট গেট গুঁড়িয়ে দিল ডিএনসিসি
জিয়াউল আহসানের জমি, ফ্ল্যাট ও বাড়িসহ নয়টি ব্যাংক হিসাব জব্দ
গরমে কাঁচা আম খাওয়ার ১২ স্বাস্থ্য উপকারিতা
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে!
কমিউনিটি ক্লিনিকে পরিবর্তন আসছে
কৌশানির সাফল্যে, হিংসায় জ্বলছেন বনি
ট্রাক উল্টে বসতঘরে, ঘুমন্ত নারীর মৃত‌্যু
যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পাঁয়তারা আ.লীগের
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন : সিইসি

কুড়িগ্রামে চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ, সম্ভাবনার নতুন দুয়ার

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামে এই প্রথম বাণিজ্যিকভাবে চরাঞ্চলে স্ট্রবেরি চাষ করে সফলতা পেয়েছে উদ্যোক্তরা। এতে চরাঞ্চলের জমিতে উচ্চ পুষ্টিমান সম্পন্ন উচ্চ মূল্যের ফলটি ভোক্তাদের চাহিদা মেটাবে। পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের দাঁড় উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, তিস্তা নদীর বিস্তির্ণ চরাঞ্চলে ১২ একর জমিতে বাণিজ্যিকভিত্তিতে চাষ করা হয়েছে স্ট্রবেরি। হালকা সাদা, লাল, হলুদ, কমলা রঙের সাথে সবুজের সমারোহ চরাঞ্চলে যেন নতুন আবহ তৈরি করেছে। তপ্ত বালু রাশির মাঝে এই সবুজ চাদর সবার দৃষ্টি কারছে।

স্থানীয় উদ্যোক্তা আব্দুর রাজ্জাক জানান, এখানকার মানুষ এসব জমিতে সাধারণত ভুট্টা চাষ করেন। সেচ এবং পরিবহন সমস্যার কারণে তারা বেশি লাভবান হতে পারেন না। আমরা এখানকার মাটি পরীক্ষা করে দেখেছি এখানে স্ট্রবেরি চাষ সম্ভব। পুঁজির অভাবে কাজ শুরু করতে দেরি হয়। পরে টাঙ্গাইলের প্রবাসী এক বন্ধুর সহযোগিতায় ১২ একর জমিতে ৩ লাখ স্ট্রবেরির চারা রোপন করেছি। এতে আমাদের দেড় কোটি টাকা ব্যয় হয়েছে। সেচের অভাবে যাতে চারার কোনো ক্ষতি না হয় এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমরা চায়না থেকে অটোমেটিক মেশিনের মাধ্যমে পানি সেচের কাজ করছি। এতে ব্যয় প্রচুর হচ্ছে। কিন্তু উচ্চ প্রোটিনযুক্ত এই ফলটি যদি আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী পাই, তাহলে ব্যবসায়ীরা লাভবান হবেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চর সাতালস্কর গ্রামে তিস্তা নদীর বিস্তির্ণ চরাঞ্চলে এই প্রথম বৃহৎ পরিসরে স্ট্রবেরি চাষ করা হয়েছে। ‘এ্যাসেট এগ্রো’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এই কার্যক্রম শুরু করেছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহবুব বিন মীর্জা জানান, গত বছরের নভেম্বর মাসে ৬ জাতের তিন লাখ চারা রোপন করা হয়েছে। দেড় থেকে দুই মাসের মধ্যে ফলন শুরু হয়। আমরা কিছু স্ট্রবেরি উত্তোলন করেছি। বাজারে ৭শ’ থেকে ৮শ’ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে আমাদের ৬টি জাতের মধ্যে ৪টি জাতের চারা ত্রুটিপূর্ণ হওয়ায় ফলন বিপর্যয় ঘটেছে। এতে কোম্পানি লোকসানে পড়ে গেছে। এখান থেকে আমাদের ১০ লাখ টন স্ট্রবেরির উৎপাদন আশা করা হলেও অর্ধেক লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা সন্দেহ আছে। তবে এখানকার মাটি ও পরিবেশের কোনো সমস্যা নেই। স্ট্রবেরি ঠান্ডা বালুযুক্ত পলি মাটিতে ভালো ফলন হয়। এখানকার পরিবেশ স্ট্রবেরির জন্য ততটা চ্যালেঞ্জিং নয়।

উদ্যোক্তা আব্দুর রাজ্জাক আরও জানান, স্ট্রবেরি সাধারণত: বিদেশ থেকে আমদানি করা হয়। পুষ্টিমান সম্পন্ন এই উচ্চমূল্যের ফলটির দেশে প্রচুর চাহিদা রয়েছে। সঠিক বীজ ও চারা নির্বাচন করা গেলে এই অঞ্চলে স্ট্রবেরির প্রসার ঘটানো সম্ভব। এতে করে এই এলাকায় নতুনভানে কর্মসংস্থান সৃষ্টি হবে, এলাকার কৃষকরা সম্পৃক্ত হবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন।

এলাকার কৃষক আকবর আলী জানান, স্ট্রবেরির নাম শুনছি। এবার প্রথম দেখলাম। খেতেও সুস্বাদু। ভালো চারা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে আমরাও উৎপাদন করতে পারব।

বিষয়টি নিয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এখানকার আবহাওয়া ও মাটি স্ট্রবেরি চাষের জন্য অনুকূল হলে এই অঞ্চলের কৃষকদের জন্য একটি লাভজনক ফল হিসেবে বিবেচিত হবে। কৃষি বিভাগ থেকে সার্বিকভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে। সাফল্য পেলে এলাকার সবার জন্য কর্মসংস্থান ও এই এলাকার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ