তারকাজগতে মেহজাবীন চৌধুরী আর সাফা কবির ছিলেন দুই আরাধ্য সিঙ্গেল লেডি। এখন মেহজাবীনের বিয়ে হয়ে যাওয়ার পরে সাফা এখন রাজত্ব করছেন সে অবস্থানে। অত্যন্ত আত্মবিশ্বাসী আর মেধাবী এই সুন্দরী অভিনেত্রীকে টপ ফ্যাশনিস্তা বলা যায় শো বিজের। ওয়েস্টার্ন পোশাকে মানালেও এথনিক লুকের সাফা মানেই মোহনীয় এক ব্যাপার। চলুন আমরা তারকাজগতের আকর্ষণীয় এই সিঙ্গেল লেডিকে তিনটি সাম্প্রতিক চোখজুড়ানো এথনিক লুকে দেখে আসি।
উজ্জ্বল হলুদ সালওয়ার কামিজে সাফা কবির। সঙ্গে পরেছেন ফ্যাশনেবল জুতি।
ন্যাচারাল মেকআপের সঙ্গে খোলা চুলে দেখা যাচ্ছে সাফাকে। কানে আছে বড় সোনালি কানবালা
সবাইকে রমজানের শুভেচ্ছা জানাতে সাফা পরেছেন প্যাস্টেল গোলাপি হালকা কাজের সালওয়ার কামিজ
কানে বড় রূপালি ঝুমকা, একেবারে প্রায় নো মেকআপ লুকের সঙ্গে নজর কাড়ছে হাত ভর্তি চুড়ি
বেবি পিংক লেহেঙ্গায় একই রঙে পুরোটা কারুকাজ করা। এখানেও দুই হাতে চুড়ি পরেছেন সাফা
খোলা চুল আর সফট গ্ল্যাম মেকওভারে গলা খালি রেখে কানে ঝোলানো রূপালি দুল পরেছেন এই ফ্যাশনিস্তা অভিনেত্রী
ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম