ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী এখন সমানতালে সামলাচ্ছেন অভিনয় আর মডেলিং–জীবন। তাঁর বাহুল্যবর্জিত স্নিগ্ধ ও মিনিমাল সাজ, সাবলীল পর্দা উপস্থিতি আর নিজস্ব স্টাইল মুগ্ধ করে সবাইকে। ওয়েস্টার্নের পাশাপাশি এথনিক সাজ পোশাকেই বেশি দেখা যায় তটিনীকে। সম্প্রতি ফ্রেমবন্দী হয়েছেন তিনটি ভিন্ন সালোয়ার–কামিজের লুকে। প্রতিটি আউটফিট ভোগ বাই প্রিন্সের। অভিনেত্রীর মনোমুগ্ধকর স্নিগ্ধ ছবিগুলো দেখে আসি চলুন
ল্যাভেন্ডার পোশাকে স্নিগ্ধ আমেজ
চোখজুড়ানো ল্যাভেন্ডার সালোয়ার–কামিজ পরেছেন তটিনী। ব্যান কলারের কামিজের জমিনে গোলাপি সুতায় ফ্লোরাল এমব্রয়ডারি করা। অরগাঞ্জা ফেব্রিকের ওড়নাতেও আছে গোলাপ ফুলের ছাপ।
এই পোশাকের সঙ্গে অভিনেত্রী বেশ মিনিমালভাবে সেজেছেন। কালো আইলাইনার দেওয়া চোখ, ঠোঁটে শোভা বাড়িয়েছে হালকা গোলাপি লিপকালার।
মাঝ সিঁথি করা চুলে করেছেন পনিটেল। কানে সাদা পাথরের স্টাড, হাতে আংটি। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে তাঁকে।
হলুদ পোশাকে ছিমছাম সুন্দর
থ্রি কোয়ার্টার স্লিভের হলুদ রঙের খুব সুন্দর একটা আউটফিট পরেছেন অভিনেত্রী। কামিজজুড়ে আছে সাদা সুতার নিখুঁত এমব্রয়ডারির নকশা। সঙ্গে জুটি হয়েছে স্ট্রাইপের ওড়না
তটিনী মানেই বাহুল্যবর্জিত স্নিগ্ধ ও মিনিমাল সাজ। ছেড়ে রেখেছেন মাঝ সিঁথি করা চুল। চোখে আইলাইনার আর মাসকারা। ঠোঁটে ন্যুড গোলাপি লিপস্টিক। মিনিমাল জুয়েলারি পেয়েছে প্রাধান্য
চুলে ফুল গুঁজে ক্যামেরাবন্দী হয়েছেন
গোলাপির আভায়
হালকা গোলাপি কামিজের জমিনে ফুটে উঠেছে গাঢ় গোলাপি ফুলেল এমব্রয়ডারি । সাদা অরগাঞ্জা ফেব্রিকের ওড়নায় আছে সাদা সুতার কাজ।
সুন্দর এই পোশাকের সঙ্গে গোলাপি আভার মেকআপে সেজেছেন অভিনেত্রী।
ছেড়ে রাখা নজরকাড়া হেয়ারস্টাইল আর গোলাপি দুল বেছে নিয়েছেন