রুনা খানের নতুন লুক মানেই বিশেষ কিছু। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে হলুদের আভায় শাড়ির লুকে মন মাতাতে।
রুনা খানের নতুন লুকের জন্য সবসময় অপেক্ষা করেন ভক্তরা। এই অভিনেত্রী ও মডেলের আকর্ষণীয় মুখশ্রী আর চমৎকার ফিগারে মানিয়ে যায় সব ধরনের সাজপোশাক। তবে শাড়িতে একটু বেশিই সুন্দর লাগে তাঁকে।
সম্প্রতি অদ্রিয়ানা এক্সক্লুসিভসের একটি হলুদ জামদানি শাড়িতে মন মাতিয়েছেন তিনি নতুন লুকে। ডিজাইনার নাজিয়া হাসান এই শাড়িটির নাম দিয়েছেন ‘শানায়া’। ড্যান্ডেলিয়ন হলুদের সঙ্গে সোনালির মিশেলে অপূর্ব এক আভা ফুটে উঠেছে পুরো শাড়িতে।
এখানে ১০০ কাউন্টের জামদানিতে সুচারুরূপে সিকুইন, গোল্ডওয়ার্ক আর উপমহাদেশের ঐতিহ্যবাহী দাবকা ঘরানার কারুকাজ করা হয়েছে। হলুদ শাড়ির এই লুকের সঙ্গে রুনা বেছে নিয়েছেন নজরকাড়া ডিজাইনের চোকার।
কয়েক লেয়ারের এই জমকালো চোকারে রয়েছে সোনালির ওপরে কুন্দন, মুক্তা আর সবুজ মিনাকারির কাজ। এক হাতে পরেছেন তিনি দুটি কারুকাজ করা গোল্ডেন বালা। কান খালি রেখেছেন মিনিমালিজমের মূলমন্ত্র মেনে।
সেই মিনিমালিজম ও গ্ল্যামারের অপূর্ব সংমিশ্রণ দেখা যাচ্ছে ‘গ্লো বাই লারিসা ফজলে’-র কর্ণধার, নবীন অ্যাসথেটিশিয়ান লারিসার করা মেকওভারে।
হালকা লাল গ্লসি লিপকালার আর লাল নেলকালার চমৎকার বৈপরীত্য এনেছে সাজে। চোখে খুব নাটকীয় ভাব নেই। বরং নরম আমেজ। খোলা চুল আর ম্যাচিং স্লিভলেস ব্লাউজে রীতিমতো মন মাতাচ্ছেন রুনা খান। ছবিগুলো সুপরিচিত ফটোগ্রাফার জয়ীতা তৃষার তোলা।
ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম