সবকিছুতেই আবেদন ছড়ান টালিসুন্দরী শুভশ্রী গাঙ্গুলী । আকর্ষণীয় ফিগার আর মনকাড়া মুখশ্রীর সঙ্গে টালিউডের এই অভিনেত্রীর বোল্ড স্টাইল আলাদাভাবে ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে সম্প্রতি। ইনস্টাগ্রাম থেকে নেওয়া এই শ্বেতশুভ্র পোশাকে ওয়েট লুকে শুভশ্রীকে সাদা পরির মতোই লাগছে
ফ্লোরছোঁয়া সাদা গাউনে স্টাইলিশ পোজে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী
গাউনে ড্রেপড সুইটহার্ট নেকলাইনে আবেদন বেড়েছে। ফেব্রিকে স্মকিং ওয়ার্কের ছোঁয়া
গাউনের হেরে প্লিটসের মতো ডিজাইন দেখা যাচ্ছে। সেই সঙ্গে আছে বড় সাদা জর্জেটের ভেইল
কানে ছোট সাদা পাথরের দুল ছাড়া কোনো গয়নার বাহুল্যে যান নি শুভশ্রী
স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে ওয়েট হেয়ার লুকে আবেদন ছড়াচ্ছেন তিনি। চেহারার সঙ্গে শরীরের ওপরের অংশেও ওয়েট ফিনিশের মেকআপ দিয়েছে আলাদা লুক
হালকা আইমেকআপের সঙ্গে টকটকে লাল ম্যাট লিপকালার এই লুকের হাইলাইট
সব মিলে আসলেই সাদা পরির মতো সুন্দর লাগছে শুভশ্রীকে আর তিনি এই লুকের জন্য রীতিমতো প্রশংসায় ভাসছেন সকলের।
ছবি: শুভশ্রীর ইন্সটাগ্রাম