জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘যারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পদের হিসাব চায়, তারাই দেশের টাকা বিদেশে পাচার করে। জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবির বিদেশে দেশের টাকা পাচার করেনি, করবেও না। সাহাবিরা নিজেদের মাল ও জান আল্লাহর রাস্তায় যেভাবে কোরবানি করেছেন, একইভাবে এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ইসলামপন্থী আল্লাহভীরু বিশিষ্টজনেরা জামায়াতে ইসলামীকে যেই অনুদান প্রদান করেন, তার একটি পয়সাও অপচয় হয় না কিংবা আত্মসাৎ হয় না।’
https://www.facebook.com/nfnewsonline
শুক্রবার (০৭ মার্চ) বিকেলে খিলগাঁও দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও যাকাত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খিলগাঁও থানা আমির সাজেদুর রহমান শিবলী’র সভাপতিত্বে ও সেক্রেটারি প্রফেসর খোরশেদ আলম মজুমদার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী কর্মপরিষদ সদস্য এবং খিলগাঁও জোন পরিচালক পরিচালক মাওলানা ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ–সভাপতি কবির আহমদ। আরও বক্তব্য দেন মহানগরীর মজলিসে শূরার সদস্য ও খিলগাঁও পশ্চিম থানা আমির এবং খিলগাঁও জোনের সহকারী পরিচালক মাহমুদ হাসান, মহানগরী মজলিসে শূরার সদস্য এবং জোন টিম সদস্য সালেহ আহমদ ও মো. শাহজাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খিলগাঁও দক্ষিণ থানার কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন খান, শেখ মো. মোতালেব, এ এস এম জহিরুল হক সেলিম, মাইদুল ইসলাম মুন্না, কুদরাতুল ফাত্তাহ আজমল, ইসাহাক মিয়া, মাহমুদ হাসান, আবিদুর রহমান, সাইফুল ইসলাম সরোয়ার, এবং ওয়ার্ড সভাপতিরা যথাক্রমে ছামিউর রহমান শামীম, দেলোয়ার হোসেন, আবুল খায়ের, আমিনুর রহমান, নাসের মাহদী প্রমুখ দায়িত্বশীলরা। ইফতার মাহফিলে খিলগাঁও থানা দক্ষিণস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।