অভিনেত্রী কেয়া পায়েলকে প্রায়ই দেখা যায় অবকাশযাপনে নানা লুকে নিজের দারুণ সব ছবি শেয়ার করতে। সম্প্রতি এই সুন্দরী অভিনেত্রী গিয়েছেন ব্যংককে। সেখানকার এক বিখ্যাত ও ঐতিহ্যবাহী স্থাপনার সামনে একদম অন্যরকম লুকে দেখা গেল তাঁকে।
এখন দক্ষিণি ঘরানার সাজপোশাক বেশ ট্রেন্ডি। আর তেমন লুকেই এখানে সাজিয়েছেন নিজেকে কেয়া পায়েল। চলুন তবে দেখে নিই অভিনেত্রীর চোখজুড়ানো দক্ষিণি সাজপোশাক।
একেবারে ব্যতিক্রমী দক্ষিণি ড্রেপে পাউডার ব্লু কাতান শাড়িটি পরেছেন কেয়া পায়েল। এতে আছে রূপালি বুননের কারুকাজ।
এখানে ড্রেপিংটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। ঐতিহ্যবাহী সাউথ স্টাইলেই পরেছেন তিনি শাড়িটি বক্ষবন্ধনী দিয়ে।
রূপালি বেল্ট দিয়ে দারুণ সিলোয়েট এসেছে শাড়ির লুকটিতে। দেবসেনা ড্রেপের আমেজ থাকলেও এতে আছে ফিউশন লুক।
মাথায় ফ্লোরাল হেডব্যান্ড আর হাতে চুড়ি পরেছেন কেয়া
চুলে সাদা ফুলের গাজরা দক্ষিণি ভাইব দিচ্ছে
রূপালি কানের দুল, নেকপিস আর বিছার মতো চেনটি কাঁধ থেকে কোমরে নেমে এসে দারুণ ফিউশন লুক তৈরি করেছে সাউথ স্টাইলে
ছবি: কেয়া পায়েলের ইন্সটাগ্রাম