সর্বশেষ
কৌশানির সাফল্যে, হিংসায় জ্বলছেন বনি
ট্রাক উল্টে বসতঘরে, ঘুমন্ত নারীর মৃত‌্যু
যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পাঁয়তারা আ.লীগের
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন : সিইসি
গ্রীষ্মে যা যা পরছেন বর্ষা
রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও মেলেনি নিখোঁজদের হদিস, শেষ হয়নি বিচার
সরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি
ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুতি পাকিস্তান
শিক্ষার্থীদের জন্য গুগলের ফ্রি এআই প্রিমিয়াম সেবা!
ইনশাআল্লাহ বলে তালাক দিলে কি তালাক হবে?
নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ
জটিল প্রকৃতির যৌনরোগ নির্মূলে বাজারে আসছে নতুন ওষুধ
বইপড়ুয়াদের আয়ু বেশি হয়, জানতেন?
এই স্টাইলিশ দক্ষিণি ডিভাকে চেনেন কি, দেখে নিন তাঁর এক ডজন লুক
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ শাসনামলের অনিয়ম-দুর্নীতি জানানোর বিষয়ে আদেশ জারি

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ শাসনামলের সাড়ে ১৫ বছরে প্রশাসনিক অনিয়ম দুর্নীতির অভিযোগ জানাতে অফিস আদেশ জারি করা হয়েছে। গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এই অফিস আদেশ জারি করা হয়। ১৯ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে নির্দিষ্ট বক্সে সংশ্লিষ্টদের অভিযোগ জমা দিতে জন্য অনুরোধ জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক অনিয়ম দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক জানুয়ারি ২০০৯ সাল থেকে ৩১ জুলাই ২০২৪ সাল পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যত ধরনের প্রশাসনিক অনিয়ম দুর্নীতি হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ সুস্পষ্ট তথ্য প্রমাণাদিসহ আগামী ১৯ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে নির্দিষ্ট বক্সে জমা দিতে অনুরোধ করা হলো।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় সংঘঠিত ঘটনা অনিয়মের তথ্যানুসন্ধান করার জন্য কলা অনুষদের ডিন মোহাম্মদ ইমদাদুল হুদাকে প্রধান করে গত বছরের ২৭ অক্টোবর ১১ সদস্যের একটিসত্যানুসন্ধানকমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিকে ৬০ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

গতকাল দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রশাসনিক অনিয়মদুর্নীতি, একাডেমিক অনিয়মদুর্নীতি এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে মারামারিসহ যে অঘটন ঘটেছে, এসব বিষয় তদন্তের জন্য সিন্ডিকেট সদস্যদের সমন্বয়ে তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। সিন্ডিকেটের প্রথম সভায় এই কমিটিগুলো করা হয়। পরেসত্যানুসন্ধানকমিটি গঠন করা হয়।সত্যানুসন্ধানকমিটির প্রতিবেদনের পর যাচাইবাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অনিয়মের আরও যদি প্রমাণ থাকে, তা জানানোর জন্য চিঠির মাধ্যমে আদেশ জারি করা হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ