সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

ট্রাম্পের বাসভবনের আকাশ সীমায় যাওয়া বিমানকে প্রতিহত করল যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে সাময়িক নিষিদ্ধ আকাশসীমায় উড়ন্ত বেসামরিক বিমানকে প্রতিহত করেছে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান। ২০ জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে ২০টির বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটল।

নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে বলেছেন, রোববারের ঘটনায় বেসামরিক বিমানচালকের মনোযোগ আকর্ষণ করতে এফ-১৬ বিমান থেকে আগুনের হলকা নিক্ষেপ করা হয়। ট্রাম্প তার ওয়েস্ট পাম বিচ গলফ কোর্সে এক দফা গলফ খেলা শেষ করার পর এই অনভিপ্রেত ঘটনা ঘটে। ট্রাম্প তার ব্যক্তিগত মার-এ-লাগো ক্লাব ও বাসভবন থেকে গলফ কোর্সে পৌঁছানোর পরেই শনিবার সকালে যুদ্ধবিমানগুলো একটি অভিযান চালায়।

কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ফ্লোরিডার মারাত্মক ঘিঞ্জি আকাশসীমায় বিমানের অনধিকারপ্রবেশের ফলে যুদ্ধবিমান তড়িঘড়ি প্রতিহত করতে বাধ্য হয়, তবে এতে ট্রাম্পের কর্মসূচি বদলায়নি বা তার নিরাপত্তার ওপর প্রভাব পড়েনি। এনওআরএডি বলছে, মাটি থেকে আগুনের শিখাগুলো দেখা যেতে পারে, তবে সেগুলো দ্রুত পুড়ে গেছে এবং কোনো বিপদ ঘটায়নি।

ফেডারেল কর্মকর্তারা ট্রাম্পের ক্লাবের আশপাশে বিমান চলাচলে স্থায়ীভাবে বিধিনিষেধ বজায় রাখেন, যা ক্লাবটির ৩০ নটিক্যাল মাইল ব্যসার্ধ জুড়ে বিস্তৃত।

নিয়ম লঙ্ঘন ও বিমান প্রতিহত করার ঘটনা প্রায়শই ঘটে, তবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে বারবার অনুপ্রবেশ নিয়ে এনওআরএডি সতর্কতা জারি করেছে; তারা বলছে, কুড়িটির বেশি ঘটনা তারা মোকাবিলা করেছে এবং বিধিনিষেধ না মানার জন্য বেসামরিক বিমানচালকদের দায়ী করা হয়েছে; উড়াল দেওয়ার আগে আকাশসীমায় কী কী বিধিনিষেধ রয়েছে তা তাদের জানা দরকার, এমনটাই জানিয়েছে এনওআরএডি।

এনওআরএডির কমান্ডার ও যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড জেনারেল গ্রেগরি গিলট এক বিবৃতিতে বলেছেন, উড়ানের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা ও প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে টিএফআর (উড়ানের সাময়িক নিষেধাজ্ঞা) মেনে চলা একান্ত জরুরি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ