সর্বশেষ
গ্রীষ্মে যা যা পরছেন বর্ষা
রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও মেলেনি নিখোঁজদের হদিস, শেষ হয়নি বিচার
সরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি
ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুতি পাকিস্তান
শিক্ষার্থীদের জন্য গুগলের ফ্রি এআই প্রিমিয়াম সেবা!
ইনশাআল্লাহ বলে তালাক দিলে কি তালাক হবে?
নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ
জটিল প্রকৃতির যৌনরোগ নির্মূলে বাজারে আসছে নতুন ওষুধ
বইপড়ুয়াদের আয়ু বেশি হয়, জানতেন?
এই স্টাইলিশ দক্ষিণি ডিভাকে চেনেন কি, দেখে নিন তাঁর এক ডজন লুক
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন
বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: তারেক রহমান
গণঅধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক
সিনিয়র অফিসার পদে লোক নেবে বিকাশ

মুঠোফোন দেখতে না দেওয়ায় কিশোরকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক

মুঠোফোন দেখতে না দেওয়ায় নগরে এক কিশোরকে কুপিয়ে জখম করার ঘটনায় দুজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. মিজান মো. মাহের।

গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড মাঠ এলাকায় ঘটনা ঘটেছে। আহত কিশোর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, নবম শ্রেণি পড়ুয়া এক কিশোর বাসায় ফেরার পথে প্যারেড মাঠ এলাকায় তাকে আটকান সাত থেকে আটজন যুবক। ওই সময় তাঁরা ওই কিশোরকে রাজীব কি না জিজ্ঞেস করেন। ওই কিশোর নিজেকে রাজীব নয় দাবি করলেও তাঁরা তা বিশ্বাস করতে পারেননি। কিশোর মিথ্যা বলছে অজুহাতে তাকে মারধরও করতে থাকেন। তখন কিশোরের পরিচয় নিশ্চিত হতে তার কাছে থাকা মুঠোফোন কেড়ে নিয়ে তা দেখে তার পরিচয় নিশ্চিত হতে চান। মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে ওই কিশোর নিজেকে বাঁচাতে দৌড় দেওয়ার চেষ্টা করে। তখন তাকে ধাওয়া দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে।

ইতিমধ্যে সেখানে লোকজন জড়ো হন। কিশোরকে মারধরকারী দুজনকে আটক করে পুলিশে দেন লোকজন। বাকিরা পালিয়ে যান। ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেছেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, রাজীব নামের এক কিশোরকে খুঁজতে গিয়ে আরেক কিশোরকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। দুজনকে কিশোরের বাবার করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, রাজীব নামের ওই কিশোরকে কেন কী কারণে খুঁজছে, তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার দুই আসামিসহ ঘটনায় জড়িত অন্যরা সবাই প্যারেড এলাকায় আড্ডা দেন। কেউ পড়ালেখা করেন, আর কেউ করেন না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ