এ বছর আইফার ২৫তম আসর বসেছিল ভারতের জয়পুরে। চোখঝলসানো সাজে বলিউড তারকাদের উপস্থিতি সত্যিই সবার নজর কেড়েছে এ সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই তাঁদের লুক নিয়ে ফ্যাশনিস্তা ভক্তদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে কী পরেছিলেন আর কীভাবে সেজেছিলেন, দেখে নেওয়া যাক তারই ঝলক। আইফা অ্যাওয়ার্ডসে তারকাদের সেরা কিছু লুক ও মুহূর্ত নিয়ে আজকের আয়োজন।
কারিনা কাপুর খান
আইফা অ্যাওয়ার্ডসে এ বছর বেবো যেন একটু বেশিই আকর্ষণ কেড়েছেন। একটি লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন ল্যাভেন্ডার স্ট্র্যাপলেস স্লিট গাউন।
ফ্লোরছোঁয়া এই গাউনের সঙ্গে অভিনেত্রী সেজেছেন গ্লসি ন্যুড মেকআপে।
এই লুকে পরেছেন ডিপ ওয়াইন রঙের কোরসেট প্রি–ড্রেপড শাড়ি। আউটফিটে অ্যান্টিক গোল্ডের নিখুঁত এমব্রয়ডারির নকশা।
এর সঙ্গে পরেছেন সোনা ও পান্নার অলংকার। স্লিক বান হেয়ারস্টাইল আর ন্যুড মেকআপ করেছেন। এই রাজকীয় সাজে বেশ সুন্দর লাগছে তাঁকে।
ক্যাটরিনা কাইফ
ফ্লোরাল ফিশ টেল লেহেঙ্গায় ড্রপ ডেড গর্জিয়াস লাগছে ক্যাটরিনাকে। কানে ফ্লোরাল স্টেটমেন্ট দুল।
আউটফিটে ফ্লোরাল মোটিফের নান্দনিক ব্যবহার চোখ জুড়াচ্ছে। সঙ্গে ডিজাইনার জুড়ে দিয়েছেন কেপ স্টাইলের লম্বা ক্রিস্টাল দোপাট্টা।
কৃতি শ্যানন
গ্রিন কার্পেট লুকে কৃতি যেন হয়ে উঠেছিলেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি হাজির হয়েছেন সাদা কো-অর্ড আউটফিটে। স্ট্র্যাপলেস বডি আর মারমেইড কাট স্কার্টে কয়েল্ড-আপ ফেব্রিক ডিটেইল লুকে এনেছে ভিন্নতা।
এর সঙ্গে অভিনেত্রীর ওয়েট হেয়ার লুক আর মিনিমাল মেকআপও ফ্যাশনিস্তা ভক্তদের ভালো লেগেছে।
রেড কার্পেট লুকে কৃতি ঐতিহ্যবাহী রাজস্থানি অনুপ্রাণিত পোশাক পরেছিলেন। আইভরি রঙের কুর্তার সঙ্গে শিয়ার লেহেঙ্গা স্কার্ট। এর সঙ্গে নজরকাড়া সোনার অলংকার আর ম্যাচিং ব্যাগ নিয়েছেন।
নোরা ফাতেহি
তুখোড় তারকা নৃত্যশিল্পী ও মডেল নোরা ফাতেহি মানেই আবেদনময় লুক।
তিনি এসেছিলেন মেরুন গাউনে। সঙ্গে বেছে নিয়েছেন ডায়মন্ডের চোকার ও দুল।
মাধুরী দীক্ষিত
এই লুকে তিনি ধরা দিয়েছেন ডিপ নেক কালো গাউনে। ড্রামাটিক স্লিভ বিশেষ নজর কাড়ছে। সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারি পরেছেন।
অফ দ্য শোল্ডার ড্রেপড হার্ট নেকলাইনের লাল গাউনে অপ্সরী লাগছেন মাধুরী। বডিকন গাউনে লম্বা ট্রেইন।
নিতাংশি গোয়েল
লাপাতা লেডিস সিনেমার জন্য সেরা অভিনেত্রীর আইফা জিতেছেন নিতাংশি গোয়েল। তিনি পরেছেন মেরুন ফ্লোরাল ডিটেইলিং দেওয়া জমকালো টপ ও স্কার্ট
ছবি: ইন্সটাগ্রাম