গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ছামিউল ইসলামকে বিপুল পরিমান অর্থসহ আটক করেছে পুলিশ। আজ ১৪ মার্চ ভোর ৩টার দিকে নাটোরের সিংড়ায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ছাবিউল ইসলামকে আটক করা হয়। এসম তার কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এসম তার কাছে থাকা ২টি মোবাইলও জব্দ করা হয়।
জানা যায়, আজ রাত ৩ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে টাকাসহ গাড়ি জব্দ করা হয়। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে আটক করে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়। ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
গত ১৩ মার্চ আনুমানিক রাত ৭টার দিকেনির্বাহী প্রকৌশলী গাইবান্ধা জেলা হতে নিজ প্রাইভেট কার যোগে নাটোর বাড়ির উদ্দেশ্য রওনা হন বলে জানা যায়।
গাইবান্ধা জেলা এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী জেলায় বিভিন্ন প্রকল্প কার্যক্রম সম্পন্ন না করেই টাকা উত্তোলন করে অবৈধভাবে টাকা গ্রহন এবং ঠিকাদারদের কাছে প্রকল্পের নামে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে।