সর্বশেষ
পলাশবাড়ীতে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন ও  স্বারক লিপি প্রদান
চীনা হাসপাতাল নির্মাণ দাবি সাদুল্লাপুরবাসীর
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে তার বিরোধিতা করব, হুঁশিয়ারি চীনের 
শেরপুরে দুই’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গরমে চোখ-মুখ ফোলাভাব কমাতে যা করতে পারেন
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

রমজানে মানবতার সেবায় এগিয়ে আসুন

অনলাইন ডেস্ক

বরিশাল বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মতিঝিলে একটি রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রমজানে মানবতার সেবায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।

অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ড. সৈয়দ জিয়াউল করিম বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে।

বিচারপতি এএনএম বশিরউল্লহ বলেন, মাহে রমজানে উপবাসের সঙ্গে সঙ্গে দুস্থ অসহায়দের সেবায় সাধ্যমতো দান-সদকা করাই হলো প্রকৃত সিয়াম সাধনা। বছরের অন্য মাসগুলোর তুলনায় এ মাসে অধিক দান-সদকা করাই বুদ্ধিমানের কাজ। মাহে রমজানে নবীজির দুয়ারে এসে কেউ খালি হাতে ফিরে যেত না।

বরিশাল বিভাগ সমিতি ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, সিয়াম সাধনা মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান-সদকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়।

বরিশাল বিভাগ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, রমজান মাস সংযমের মাস। সব ধরনের লোভ-লালসা থেকে মুক্ত হওয়ার মাস। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর মাস রমজান। প্রিয় নবি করিম (সা.) হাদিস শরিফে রমজানকে ‘শাহরুল মুওয়াসাত’ তথা সহানুভূতির মাস বলে আখ্যায়িত করেছেন। ধৈর্য, সহনশীলতা, তাকওয়া অর্জনই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য। আমাদের উচিত এ মাসে দানের হাত প্রসারিত করা। সাধ্যমতো মানবতার সেবায় এগিয়ে আসা।

ইফতার ও দোয়া মাহফিলে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিসহ কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ