প্রেম সামাজিক সমীকরণ মানতে চায় না। মানতে চায় না বয়সের ভেদাভেদও। অনেকেই তাই নিজের থেকে অনেক বেশি বা অনেক কম বয়সি মানুষের প্রতি আকৃষ্ট হন। বিশেষ করে আজকাল যুবকদের মধ্যে বয়সে বেশি নারীদের সঙ্গে সম্পর্কে জড়ানোর প্রবণতা খুব একটা বিরল নয়। ভিকি-ক্যাট থেকে অর্জুন-মালাইকা বলিপাড়াতেও এমন উদাহরণ বিরল নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মডেল তারা জেন। সম্প্রতি ৫০ বছর বয়সি এই মডেলের একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে সেখানে তিনি খোলসা করেছেন, বেশি বয়সি নারীদের ডেট করতে চাইলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে তরুণ প্রেমিকদের।
তারার কথায়, যদি কোনও বেশি বয়সি নারী আপনার প্রস্তাব প্রথমেই নাকচ করে দেন তবে মন খারাপ করবেন না। মহিলারা এই বিষয়ে প্রাজ্ঞ, তাই তাঁরা খুব দ্রুত বুঝতে পারেন যে কাদের সঙ্গে সময় কাটাতে ভাল লাগবে তাঁদের। তাই একবার না বললে, তাঁদের চারপাশে ঘুরঘুর করে সময় নষ্ট করতে নিষেধ করছেন মডেল।
তবে যাঁরা সত্যিই বেশি বয়সি নারীদের প্রতি আকৃষ্ট হন, তাঁদের টিপসও দিয়েছেন তারা। তাঁর দাবি বেশি বয়সি নারীরা যে গুণের প্রতি সবচেয়ে আকৃষ্ট হন সেটি হল আত্মবিশ্বাস। কাজেই যুবকদের আরও বেশি আত্মবিশ্বাসী হতে বলছেন তিনি। কিন্তু সাবধান বার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, “না মানে না, সেটা বোঝা দরকার। তাই কেউ আপনাকে পছন্দ না করলে তাঁর পেছনে নিজের সময় ব্যয় করবেন না।” যুবকদের উদ্দেশে তাঁর প্রশ্ন, “যদি কেউ আপনাকে নিয়ে নিশ্চিত না হন, তাহলে আপনি কেন তাঁর সঙ্গে থাকবেন?” ঝড়ের বেগে ভাইরাল হয়েছে তারার ভিডিও। ইতিমধ্যেই পাঁচ কোটির বেশি নেটিজেন দেখে ফেলেছেন সেই ভিডিও।