গাইবান্ধার সুন্দরগঞ্জে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।
এসময় বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্যাহ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার আনজু মানআরা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী মোঃ নাসির হোসেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির মাধ্যমে বেলকা ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩ হাজার ৮৭৬ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এ খাদ্য সহায়তা দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।