২০১৫ সালে অভিষেক হয়েছে অভিনয়ে। নাটকের মেয়ে তানিয়া বৃষ্টি বাংলা নাটকের এক পরিচিত মুখ। দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন অনেক জনপ্রিয় অভিনেতার বিপরীতে।
মিষ্টি হাসি আর নজরকাড়া পর্দা উপস্থিতি তাঁর ভক্তদের হৃদয় হরণ করতে যথেষ্ট। তবে সামাজিক মাধ্যমে কিউট থেকে বোল্ড সবরকম লুকেই দেখা যায় এই সুন্দরী অভিনেত্রীকে। চলুন তবে তানিয়া বৃষ্টির ইন্সটাগ্রাম ঘুরে নজরকাড়া সব লুক দেখে আসি তাঁর।
তানিয়া বৃষ্টির মিষ্টি হাসিতে মজে থাকেন ভক্তরা। শাড়ির লুকে অত্যন্ত মানায় তাঁকে
অফ দ্য শোল্ডার হট পিংক ড্রেসের সঙ্গে স্টেটমেন্ট নেকপিসে বৃষ্টিকে আসলেই কিউট লাগছে
কখনো আবার তাঁকে এমন সাদা মিনিড্রেসের বোল্ড লুকেও দেখা গিয়েছে
গোলাপি সালওয়ার কামিজে সুন্দরী এই অভিনেত্রী চোখ জুড়াচ্ছেন
অ্যাথলেজার আর অ্যাংকেল বুটসের লুকে নজরকাড়া বৃষ্টি
নেটের লাল শাড়ি আর স্লিভলেস সোনালি ব্লাউজে বোল্ড আমেজ দিচ্ছেন এই অভিনেত্রী
গোলাপি হুডিতে মিষ্টি হাসির চেনা বৃষ্টিকে দেখা যাচ্ছে। হাতে মোটা চেনের ঘড়ি
হলটার নেকের ব্যাকলেস নেভি ব্লু মিনিড্রেসের সঙ্গে এই অভিনেত্রী পরেছেন হাঁটু পর্যন্ত লম্বা বুটস
কালো লাল তাঁতের শাড়ির সঙ্গে অক্সিডাইজড গয়না পরেছেন কিউট তানিয়া বৃষ্টি
এখানে আবার তিনি বেছে নিয়েছেন ডিস্ট্রেসড ডেনিম আর ফুলেল শার্টের সঙ্গে সানগ্লাসের বোল্ড লুক। পায়ে আছে অ্যাংকেল বুটস
ফো লেদারের কালো জ্যাকেটের সঙ্গে ম্যাচিং ব্রালেটের লুকে বোল্ড বৃষ্টি
শ্বেতশুভ্র লুকের এই কিউট বৃষ্টিও সমান আকর্ষণীয়
ছবি: তানিয়া বৃষ্টির ইন্সটাগ্রাম