কলকাতার ইডেন গার্ডেনে আজ হয়ে গেল আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানের এই আয়োজন আলোকিত হয়েছে শাহরুখ খান-দিশা পাটানীর নাচ ও শ্রেয়া ঘোষালের গানে। উদ্বোধনী অনুষ্ঠানের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন।
আইপিএলের উদ্বোধনে সুরের মূর্ছনা ছড়িয়েছেন বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল এএফপি
শাহরুখের পাশাপাশি আইপিএল উদ্বোধনে নাচের তালে সবাইকে নাচিয়েছেন বলিউড নায়িকা দিশা পাটানী রয়টার্স
আইপিএলের উদ্বোধনে শাহরুখের নাচের সঙ্গী ছিলেন বিরাট কোহলিও রয়টার্স
আইপিএলের উদ্বোধনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। খেলা শুরুর আগে তাঁর সঙ্গে নেচেছে গোটা স্টেডিয়াম এএফপি