সর্বশেষ
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার
কাতার আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির
বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করল ইন্টারপোল
‘বাংলাদেশ থেকে ৭২৫ সেনা সদস্য নেবে কাতার’
আগামী বিশ্বকাপেও রোনালদোকে চান ফিগো
সংসার ভাঙার গল্পে রাশেদ সীমান্ত-অহনা
জুনাইদ আহ্‌মেদ পলকের ‘হারানো সোয়েটার’ পাওয়া গেছে
সমকালের দেওয়া উপহার পেয়ে আনন্দে আত্মহারা মুশফিকের পরিবার
চাকরির প্রথম দিনেই কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ইমনের
মব জাস্টিস আর অ্যালাউ নয়, অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফের ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা
এক ব্যক্তিকে তিনবার প্রধানমন্ত্রী চায় বিএনপি
বিয়ে বা বাচ্চা নিলেই মিলবে অর্থসহ বিভিন্ন সুযোগ

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বেতন ও ঈদ বোনাসের দাবিতে রোববার সকাল ৭টা থেকে ওই এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর থেকে কারখানার সামনেই বিক্ষোভ করছে শ্রমিকরা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়ে বেতন পরিশোধ করেননি। বরং গত ১১ মার্চ হঠাৎ করে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয় শ্রমিকরা। ওইদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ওই সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার কথা বলে। পরে অল্প সংখ্যক শ্রমিকের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিককেই বেতন দেওয়া হয়নি।

বেতন না পেয়ে রোববার সকাল থেকে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের সামনে জড়ো হতে থাকে শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কটির উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে। চরম দুর্ভোগে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, এ কারখানার শ্রমিকরা কিছুদিন আগেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কারখানার দেড় হাজার শ্রমিকের মধ্যে এক হাজার ২৫০ জন শ্রমিকের বেতন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কারখানায় ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সকাল ৭টা থেকে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেয়। সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ