২০২৫ এর শুরুতেই ‘কথা’ অনুরাগীদের জন্য বড় খবর। বদলে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকের নায়ক-নায়িকা। অনেকেই ভাবতে পারেন এত বড় দুঃসংবাদ, তবে আসলে ‘কথা’ ধারাবাহিকের জন্য দারুণ সুখবর। তাহলে কি আর দেখা যাবে না প্রিয় কথা-এভিকে? তাদের জায়গাই বা নিচ্ছেন কারা?
শুধুমাত্র স্টার জলসায় নয়, কথা ও এভিকে এবার দেখা যাবে নতুনভাবে স্টার প্লাসে। ‘কথা’ ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয়তার জন্যই এবার হিন্দিতে রিমেক হতে চলেছে এই ধারাবাহিকের। ‘কভি নিম নিম, কভি শহেদ শহেদ’- এই নামেই হিন্দিতে আসতে চলেছে নতুন কথা। জানা গিয়েছে, সেখানে এভির বদলে দেখা যাবে ইউভিকে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আব্রার কাজি। তবে ‘কথা’ চরিত্রে কে অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি।
সম্ভবত আইপিএল শেষে শুরু হবে এই ধারাবাহিক। একাধিক হিন্দি ধারাবাহিক থেকে এর আগেও রিমেক করেছে বাংলা ধারাবাহিক। তবে পরপর বেশ কিছু ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তার কারণে হিন্দি ভাষাতে রিমেক হচ্ছে বাংলা ধারাবাহিক। তার মধ্যে অন্যতম ‘মিঠাই’, ‘গীতা এল এল বি’ এবং ‘ত্রিনয়নী’। যদিও কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ‘কথা’ খানিকটা পিছিয়ে গেলেও দর্শকমহলে এই ধারাবাহিকের এবং এই জুটির জনপ্রিয়তা বিপুল। একাধিক সম্মানে সম্মানিত হয়েছে এই জনপ্রিয় জুটি। কথা-এভির রোম্যান্স থেকে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে মিষ্টি সম্পর্ক বারবার পছন্দ করেছেন দর্শকেরা।
পারিবারিক একটি মিষ্টি গল্প হওয়ার পাশাপাশি জুটির মধ্যে যে মজা দেখানো হয় তা বেশ বিরল। তাই কথা ধারাবাহিকের এই জনপ্রিয়তা এবার জাতীয় স্তরে পৌঁছে যেতে চলেছে, যা সত্যিই সুখবর। অন্যদিকে ‘কথা’ ধারাবাহিক এখন রোম্যান্স ভরপুর, ক্রমশই কাছাকাছি আসছে এভি ও কথা। দোলে রঙে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি ভালবাসার রঙেও রঙিন হয়ে উঠছে তারা। তবে এভি ও কথার জীবনে খুব বেশি দিন ভাল সময় দেখা যায় না। এরপর নতুন করে আবার কোন সংকটে পড়বেন তারা, সেটাই এখন দেখার।