সর্বশেষ
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বিসিআইসিতে বিশাল নিয়োগ, আবেদন করুন দ্রুত
উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

অনলাইন ডেস্ক

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

এবার হোয়াটসঅ্যাপ তাদের চ্যাট ও চ্যানেলে নতুন একটি ফিচার যোগ করার উদ্যোগ নিয়েছে, যা ব্যবহারকারীদের মোশন ছবি শেয়ার করার সুযোগ দেবে। জনপ্রিয় মেসেজিং অ্যাপটি বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং এটি এখনো সকলের জন্য উন্মুক্ত করা হয়নি।

জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, হোয়াটসঅ্যাপের ২.২৫.৮.১২ সংস্করণের বেটা ভার্সনে এই নতুন সুবিধাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এটি এখনো কাজ চলছে। চূড়ান্ত সংস্করণে কখন যুক্ত হবে, সে বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি।

মোশন ছবি কী এবং কীভাবে কাজ করবে

মোশন ছবি মূলত এমন একটি প্রযুক্তি, যেখানে ক্যামেরা শাটার চেপে সাধারণ স্থিরচিত্রের পাশাপাশি কয়েক সেকেন্ডের ভিডিও ও অডিও রেকর্ড হয়। গুগল পিক্সেল ফোনে এই ফিচারটি টপ শট”, আর আইফোনে এটি “লাইভ ছবি” নামে পরিচিত।

বর্তমানে হোয়াটসঅ্যাপে মোশন ছবি পাঠানো সম্ভব হলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে স্থিরচিত্রে রূপান্তরিত হয়। তবে নতুন আপডেট আসার পর ব্যবহারকারীরা মোশন ছবি ভিডিও আকারে পাঠাতে পারবেন, যা প্রাপকের ফোনে অ্যানিমেটেড ফরম্যাটে চলবে।

নতুন আপডেটে পরিবর্তন

হোয়াটসঅ্যাপের মিডিয়া শেয়ারিং অপশনে একটি নতুন আইকন যোগ করা হবে। এটি সম্ভবত এইচডি বাটনের পাশে পপআপ কার্ডের ওপরের ডান পাশে দেখা যাবে। ব্যবহারকারীরা এই আইকনের মাধ্যমে মোশন ছবি শেয়ার করার আগে সেটি সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন।

যদিও মোশন ছবি ধারণের সুবিধা নির্দিষ্ট কিছু স্মার্টফোনেই রয়েছে, তবে হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে যেকোনো ফোনে মোশন ছবি দেখা যাবে। অর্থাৎ, যেসব ডিভাইসে এই ধরনের ছবি তোলার সুবিধা নেই, তারাও অন্যদের পাঠানো মোশন ছবি উপভোগ করতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা এটি “লাইভ ছবি” আকারে দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সকল ব্যবহারকারীদের জন্য কবে থেকে উন্মুক্ত করা হবে, তা এখনও নিশ্চিত নয়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পরীক্ষামূলক পর্যায় সফল হলে শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হতে পারে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ