নানা কর্মসূচির মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বুধবার সকাল ৬টায় বসুরহাট কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে যুগান্তর স্বজন সমাবেশের সদস্যসহ সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন এবং কোম্পানীগঞ্জ থানার পুলিশের উদ্যোগে গার্ড অব অনার, কুচকাওয়াজ, শরীরচর্চা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, সহকারী প্রোগ্রামার তানিম রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. মাইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তী, স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথী, সাধারণ সম্পাদক ফজলুল করিম ফয়সাল প্রমুখ।