সর্বশেষ
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
১০ বছরের গবেষণায় ভাতেও পাওয়া গেছে আর্সেনিক, বিজ্ঞানীদের সতর্কবার্তা
ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে বিএনপি
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

‘শেখ হাসিনা ১শ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিলেন’

অনলাইন ডেস্ক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে এবং কর্নেল অলি আহমেদকে ১শ কোটি টাকা, ১০টি সংসদীয় আসন এবং দুইজনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।

বাড়েরা ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণেই রাজনীতি করা উচিৎ। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। এ সময় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন কালা।

উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. দুলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, গণতান্ত্রিক  স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ ভুঁইয়া, গণতান্ত্রিক  ছাত্রদল সভাপতি রয়েল রাফি, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল নেতা অরুণ রায় রুপক, বশির, জাহাঙ্গীর, জহির, মোস্তফা প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাড়েরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আবু তাহের প্রমুখ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ