একটি নয় দু’টি জরায়ুর অধিকারী তিনি। নেটমাধ্যম রেডিটে এমনই জানালেন এক ১৯ বছর বয়সি তরুণী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী নিজের এই বিরল শারীরিক গঠন সম্পর্কে আলোচনার পাশাপাশি কীভাবে এই বিরল অবস্থা তাঁর প্রাত্যহিক জীবন এবং সম্পর্কে প্রভাব ফেলেছে সে সম্পর্কেও আলোকপাত করেন।
তরুণী জানিয়েছেন তিনি ইউটেরাস ডাইডেলফিস নামের একটি রোগে আক্রান্ত। এই বিরল রোগে একটির বদলে দু’টি ইউটেরাস গঠিত হয় নারীদেহে। সাধারণত দু’টি আলাদা নালীর মতো করে গঠিত হয় ইউটেরাসদ্বয় যেগুলি শরীরের ভিতরে একসঙ্গে মিশে যায়। কিছু বিরল ক্ষেত্রে একসঙ্গে না মিশলে দুইটি ইউটেরাস দু’টি পৃথক যোনিপথ তৈরি করে।
তরুণী জানিয়েছেন, তাঁকে বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। ক্লিটোরিস, লাবিয়া, ইউরেথ্রা সবই একটি করে। কিন্তু যোনিপথ দেহের ভেতরে দুই ভাগে বিভক্ত। তরুণীর স্বীকারোক্তির পরেই ধেয়ে এসেছে একরাশ প্রশ্ন। মিলনের সময় কি কোনও অসুবিধা বোধ করেন তিনি? এমন প্রশ্নের উত্তরে তরুণী জানিয়েছেন, তিনি অসুবিধা বোধ না করলেও তাঁর সঙ্গীরা কিছু ক্ষেত্রে অসুবিধা বোধ করেন। তাই তাঁদের আগে থেকেই সব কিছু বুঝিয়ে বলে নেন তিনি।