অভিনেত্রী নুসরাত জাহানের আকর্ষণ একেবারেই অন্যরকম। কলকাতার সিনে জগতে গ্ল্যামারের প্রতীক হয়ে উঠেছেন তিনি। অপারের নুসরাতকে এবার দেখা যাবে এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা বরবাদ সিনেমার আইটেম গানে। হাই ভোল্টেজ এই সিনেমায় এই আবেদনময়ী অভিনেত্রীর উষ্ণতা ছড়ানো লুক দেখতে উদগ্রীব ভক্তরা। তাই বেশ আলোচনায় আছেন এখন নুসরাত। চলুন তবে ওপারের নুসরাতের কিছু আকর্ষণীয় লুক দেখে আসি ইন্সটাগ্রাম থেকে।
বরবাদ সিনেমার চাঁদমামা গানে সুপারস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত
অত্যন্ত আকর্ষণীয় মুখশ্রীর অধিকারী নুসরাত জাহান। হালকা মেকআপেই অনন্যা তিনি।
স্ট্র্যাপলেস ডিপ ড্রেপড হার্ট করসেট ড্রেসটি খুব মানিয়েছে নুসরাতের চমৎকার ফিগারে
কালো স্ট্র্যাপলেস ড্রেসে নুসরাত
সিকুইনের সিলভার স্লিভলেস ড্রেসে আবেদময় ভঙ্গিমায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে
লাল নুডলস্ট্র্যাপের থাই স্লিট ড্রেসে নুসরাত
এখানে তিনি পরেছেন রয়েল ব্লু স্কার্ট-টপের সঙ্গে স্টাইলিশ ব্লেজার
লাল কোট টপ আর ফিটেড প্যান্টে অন্যরকম বসলেডি লুকে নুসরাত
ডিপনেক বর্ণিল ড্রেসে আকর্ষণ ছড়াচ্ছেন তিনি
লাল কাট আউট ড্রেস আর হিলসে আবেদনময়ী নুসরাত
কালো কাট আউট ড্রেস আর বডি জুয়েলারিতে দারুণ লাগছে নুসরাতকে
ছবি: নুসরাত জাহানের ইন্সটাগ্রাম