সর্বশেষ
পর্যাপ্ত সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা
ওজন কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তরমুজ
হৃতিকের চেয়েও নাগা স্মার্ট—সামান্থার মন্তব্যে নেটিজেনরা অবাক
বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা, কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়
আইপিএলে হঠাৎ ব্যাট মাপা শুরু হলো কেন?
অভিনয় নয়, শিল্পার কোটি কোটি টাকা আসে যে কাজ করে
ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বোট ক্লাবের সভাপতি হন বেনজীর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, করুন আবেদন, পদ ১৮৭
বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক
কর্মস্থলে অনুপস্থিত থাকায় খোঁজ নিতে সহকর্মীরা গেলেন বাড়িতে, অতঃপর…
মৌসুম শেষ না হতেই পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম বাড়লো
জুমার দিন যে আমলে ৮০ বছরের গুনাহ মাফ হয়

নিউইয়র্কে চুরির অর্থ ফিরে পাচ্ছেন ট্যাক্সি চালকরা, আবেদন ৩১ মার্চ পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কে রাইড শেয়ারিং কোম্পানি উবার ও লিফটের চালকদের মজুরি চুরির ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৩২ কোটি ৮০ লাখ ডলার ফেরত দেওয়া হচ্ছে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কারস অ্যালায়েন্স (NYTWA) ক্ষতিগ্রস্ত চালকদের এ অর্থ প্রদান করছে, যার আবেদন করার শেষ সময় ৩১ মার্চ।

২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে উবার ও লিফটের ট্যাক্সি চালানো প্রায় ৯০ হাজার চালক এই অর্থ পাওয়ার যোগ্য। ইতোমধ্যে ৬৫ হাজার চালক অর্থ পেয়েছেন, তবে এখনো ২৫ হাজার চালক আবেদন করেননি।

গত বৃহস্পতিবার (২৭ মার্চ) নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ‘লিটল বাংলাদেশ’-এর পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেদন করতে বাকি থাকা চালকদের প্রতি আহ্বান জানান সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ।

২০১৪-২০১৭ সালে ‘ব্ল্যাক কার ফান্ড সারচার্জ’ নামে চালকদের ট্রিপ থেকে বেআইনিভাবে অর্থ কেটে রাখে উবার ও লিফট, যা আদতে যাত্রীদের পরিশোধ করার কথা ছিল। বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস তদন্ত করে ৩২ কোটি ৮০ লাখ ডলার চুরির প্রমাণ পান। মামলার পর উবার ও লিফট স্বীকার করে এবং অর্থ ফেরত দিতে সম্মত হয়।

নিউইয়র্কের বাংলাদেশিসহ বহু অভিবাসী চালক এই অর্থ ফেরতের বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন এবং কেউ কেউ একে প্রতারণা বলে মনে করছেন। ভাষাগত জটিলতার কারণেও অনেক চালক আবেদন করতে পারেননি।

এই বিভ্রান্তি দূর করতে ৬ মার্চ এক সমাবেশে নিউইয়র্ক স্টেট সেনেটর জন সি. লিউ বলেন, “২০১৪-২০১৭ সালে যারা উবার বা লিফট চালিয়েছেন, এই অর্থ পাওয়ার অধিকার তাদের রয়েছে। এটি কোনো প্রতারণা নয়।”

চালকরা মারা গেলে তাদের পরিবারের সদস্যরাও আবেদন করতে পারবেন। পেশা পরিবর্তন করলেও অর্থ পাওয়ার যোগ্যতা হারাবে না। নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কারস অ্যালায়েন্স বিনামূল্যে আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ