ইচ্ছে ছিল নামী মডেল হবেন। কিন্তু অতিরিক্ত ওজনের জন্যে অনেকেই ঠাট্টা করতেন তাঁকে নিয়ে। বলতেন, “এমন চেহারা নিয়ে আর যাই হোক মডেলিং হয় না।” কিন্তু সেসব কটাক্ষে কান দিতে নারাজ কানাডার তরুণী অলিভিয়া মেসিনা। দেড়শো কেজি ওজন নিয়েই তিনি চেষ্টা করছেন প্লাস সাইজ মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার।
নিজের চেষ্টায় যে খুব একটা সফল হয়েছেন অলিভিয়া একথা বলা না গেলেও তিনি এখনই হাল ছাড়তে নারাজ। বরং মডেলিং করার পাশাপাশি তিনি বডি পজিটিভিটি নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করেছেন। বডি পজিটিভিটি বিষয়টি ঠিক কী? নিজের শারীরিক গঠনকে মেনে নেওয়া এবং সেই সম্পর্কে আত্মবিশ্বাসী হওয়ার কথা বলা হয় এই তত্ত্বে। প্রচলিত সৌন্দর্য্যের মাপকাঠি ভেঙে দিয়ে সব ধরনের শারীরিক গঠনকে সুন্দর মনে করা হয়।
অলিভিয়া এই কথাই প্রচার করেন। সাম্প্রতিক একটি ভিডিওতে অলিভিয়া দাবি করেন, যাঁরা তাঁকে প্রকাশ্যে কটাক্ষ করেন, তাঁরা আসলে গোপনে তাঁকে পছন্দ করেন। তাঁর আরও দাবি, এমন অনেক পুরুষের সঙ্গে তিনি কথা বলেছেন, যাঁরা আগে তাঁর প্রতি ক্ষিপ্ত ছিলেন, কিন্তু তিনি সামনে গিয়ে দাঁড়াতেই তাঁকে প্রেম প্রস্তাব দিয়েছেন। বর্তমানে নেটমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় তিন লক্ষ। এই অনুরাগীদের অনেকেই তাঁর কথায় সহমত। তবে একই সঙ্গে এবারেও ভেসে এসেছে বেশ কিছু কটাক্ষ। সমালোচকদের একাংশের মতে নিজের জনপ্রিয়তা বাড়াতে ওবেসিটি বা স্থূলতার মতো অসুখের প্রচার করছেন তিনি।