যেকোনো উৎসবে সাজপোশাক বিশেষ গুরুত্ব পায় সব সময়। তাই প্রিয় তারকাদের অনুপ্রেরণায় দাওয়াতের লুক বেছে নিতে পারেন এই ঈদে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার শাড়ির নানা লুক নিয়ে আজকের আয়োজন। এই অভিনেত্রী যে সাজগোজ করতে বেশ ভালোবাসেন, সে কথা বেশ বোঝা যায় তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলে। ছবির গল্পে তাঁর আকর্ষণীয় পার্টি আমেজের শাড়ির লুকগুলো দেখে আসি চলুন–
এমন একটা জমকালো আমেজের শাড়ির সঙ্গে এলিগ্যান্ট লুক পেতে অভিনেত্রীর মতো মেকআপ করতে পারেন। হাইলাইটারের ছোঁয়া দিতে ভুলবেন না। খোঁপায় তাজা ফুল, ম্যাচিং স্টেটমেন্ট জুয়েলারি আর হাতঘড়ি পরলে লুক হবে ষোলআনা।
সকালের লুক হতে পারে সোনালি পাড়ের সবুজ শাড়িতে। সঙ্গে স্লিভলেস ব্লাউজ মানাবে। অভিনেত্রী শাড়ির সঙ্গে সেজেছেন ন্যুড পিংক মেকআপ আর ছোট্ট সবুজ টিপে। ছেড়ে রাখা চুলে গুঁজেছেন ফুল। সোনালি চোকার, দুল আর সুন্দর চুড়ি পরেছেন সঙ্গে।
সন্ধ্যার পার্টিতে গর্জিয়াস মনোক্রম লুকে মন্দ লাগবে না। তিশার পরনে স্টোন, সিক্যুইন ও মিরর ওয়ার্ক করা লাল শাড়ি আর ফুলস্লিভ ব্লাউজ। কানে শোভা বাড়িয়েছে সাদা-লাল স্টোনের স্টেটমেন্ট দুল। লাল লিপস্টিক আর জমকালো চোখের সাজে নজর কাড়ছেন তিনি।
রাফেল সজ্জিত রেডি টু ওয়্যার শাড়ি পরেছেন অভিনেত্রী। সঙ্গী হয়েছে চিকনকারী ফুলস্লিভ ব্লাউজ। সাদা রং যেহেতু তাপ শোষণের ক্ষমতা রাখে, তাই এই গরমের ঈদে এমন শাড়ির লুক বেছে নিতে পারেন। অভিনেত্রী এই পোশাকের সঙ্গে ন্যুড মেকআপে সেজেছেন। সেমি কার্ল হেয়ারস্টাইলের সঙ্গে পরেছেন স্টোনের লেয়ার নেকপিস আর দুল।
জামদানি শাড়ির পার্টি আমেজে ফ্রেমবন্দী হয়েছেন তিশা। শাড়ি সাদা জমিনের সঙ্গে সবুজ, ম্যাজেন্টা আর কমলা রঙের ছোঁয়া। তাঁর ন্যুড মেকআপে গুরুত্ব পেয়েছে কাজলকালো চোখের সাজ আর ছোট্ট টিপ। হাতে চুড়ি আর কানে বড় আকারের স্টেটমেন্ট দুল পরেছেন। চাইলে অভিনেত্রীর মতো চুল এভাবে ছেড়ে রাখতে পারেন।
একটু বেশি গর্জিয়াস আমেজ পেতে কেপ দেওয়া ব্লাউজের সঙ্গে শাড়ি পরতে পারেন। অভিনেত্রী হলুদ শাড়ির লুকে মুক্তার গয়না বেছে নিয়েছেন।
মুক্তাসজ্জিত স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে পরে ফেলুন প্যাস্টেল শেডের এমন সুন্দর জমকালো শাড়ি। সঙ্গে মানানসই গয়না আর সাজে লুক জমে উঠবে।