সর্বশেষ
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক
৯ বছরের সংসার কি সত্যিই ভাঙছে
পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজন হতে দেব না, বললেন মমতা
প্রবাসীদের মালিকানায় হাসপাতাল করা হবে: প্রবাসীকল্যাণ উপদেষ্টা
হাওরে ধান কাটার উৎসব
ছিনতাই মামলায় আওয়ামী লীগ গ্রেপ্তার, থানা ফটকে সমর্থকদের মিছিল
উৎসবের মধ্য দিয়ে কানাডায় প্রবাসীদের বাংলা নতুন বছর বরণ
সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
স্বর্ণের দামে নতুন রেকর্ড
এবার নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে উর্বশী
স্ত্রীসহ সেই গাড়িচালকের কারাদণ্ড, কোটি টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
আলোচনায় মোটেও সন্তুষ্ট নই, ভোটের কাট অফ সময় ডিসেম্বর: ফখরুল
বিএনপির মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার: আইন উপদেষ্টা
স্মার্টফোন নির্মাতাদের গুগলের উপর চাপ বন্ধ করতে বলল জাপান
জলকেলিতে মেতেছেন মারমা তরুণ-তরুণীরা

মুঠো মুঠো নয়, রোজ কোন বাদাম কতটা খাবেন?

অনলাইন ডেস্ক

খিদে পেলে অনেকেরই মুঠো মুঠো বাদাম খাওয়ার অভ্যাস রয়েছে। সারাদিনে তিনটে ভারী খাবারের মাঝেও টুকটাক মুখ চালানোর জন্য বাদাম ভাল বিকল্প হতে পারে, এমনই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাঁচা হোক বা শুকনো খোলায় ভাজা, বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য বিশেষ উপকারী। তবে প্রতিদিন বাদাম খাওয়ারও নির্দিষ্ট পরিমাপ আছে। আর তার বেশি খেলেই উপকারের বদলে হতে পারে বিপদ! কারণ প্রতিটি বাদামে ফ্যাটের পরিমাণ এক রকম নয়। তাহলে রোজ কোন বাদাম কতটা খাওয়া উচিত? জেনে নিন-

কাঠবাদাম- বিশেষজ্ঞরা বলেন, রোজ শরীরে যতটা পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, তা শুধুমাত্র কাঠবাদাম খেলেই পূরণ হয়ে যেতে পারে। একইসঙ্গে বজায় থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও। কাঠবাদামের গ্লাইসেমিক ইনডেস্ক কম, তাই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয়ও কম। প্রতিদিন ১৪-১৫টা কাঠবাদাম খেতে পারেন।

কাজুবাদাম- কাজুবাদাম মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়াও দাঁতের এবং মাড়ির স্বাস্থ্য ভাল রাখে কাজুবাদাম। তবে কাজুবাদাম খেলে কোলেস্টেরল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সারাদিনে ১০টার বেশি খাওয়া স্বাস্থ্যকর নয়।

পেস্তা বাদাম- পুষ্টিবিদরা বলেন,নিয়মিত মাত্র দুটি পেস্তাবাদাম খেলে রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল নিয়ন্ত্রণে থাকে। হৃদযন্ত্রের ধমনী বা রক্তবাহিকার স্বাস্থ্য ভাল রাখতে পারে পেস্তা বাদাম। এতে ভরপুর মাত্রায় রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন বি৬ এবং থায়ামিনের মতো বহু গুরুত্বপূর্ণ উপাদান। সারাদিনে ২০টা পেস্তা বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আখরোট- ফ্যাটের পরিমাণ ৬৫ শতাংশ এবং প্রোটিনের পরিমাণ ১৫ শতাংশ রয়েছে আখরোটে। বিভিন্ন রকম ভিটামিন এবং খনিজে ভরপুর আখরোট হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকী আখরোট খেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। তবে সারাদিনে চারটের বেশি আখরোট খাওয়া স্বাস্থ্যকর নয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ