কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার সময় মোহাম্মদ শামিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করলেন তার সাবেক স্ত্রী হাসিন জাহান। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের ক্ষোভ উগরে দেন তিনি।
হাসিন লেখেন, ‘শামি আহমেদ কলকাতা আসে। কিন্তু কখনওই মেয়ে আইরার সঙ্গে দেখা করার চেষ্টাও করে না। শেষবার যখন দেখা করেছিল, তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভয়ে দেখা করেছিল।’
এই পোস্টের ক্যাপশনে হাসিন আরও লেখেন, ‘বেশ্যাদের নিয়ে মশগুল থাকা বাপের কোনও হুঁশ নেই মেয়েকে নিয়ে। কোনও দায়িত্ব নেই। কিন্তু জঘন্য সমাজ আমায় ভুলভাল বলে থাকে।’
এর আগেও নানা সময়ে শামির বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন হাসিন। ২০২৪ সালের শেষের দিকে, যখন শামি চোটের কারণে দলে ফেরেননি, তখন মেয়েকে নিয়ে কেনাকাটা করতে গিয়েছিলেন।
সেই সময়ও হাসিন অভিযোগ করেছিলেন, মেয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু নতুন পাসপোর্টের জন্য শামি স্বাক্ষর করেননি। বরং লোক দেখানোর জন্য মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।
শামি নতুন এই মন্তব্যের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি। তবে নেটিজেনদের একাংশ তার পক্ষেই সুর চড়িয়েছেন।