ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে প্রাক্তন স্ত্রী ধনশ্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর ধনশ্রী ৪ কোটি ৭৫ লাখ টাকা খোরপোষ হিসেবে পেয়েছেন। এদিকে, বিচ্ছেদের আগেই চাহাল ও আরজে মাহভাশের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। ধনশ্রীকে ডিভোর্স দিয়ে চাহাল বর্তমানে মাহভাশের সঙ্গে সময় কাটাচ্ছেন।
ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে প্রেমের গুঞ্জন চলাকালীন মাহভাশের একটি ইনস্টাগ্রাম রিল সামাজিক মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। রিলে মাহভাশ বলেন, ‘ওহি হাজব্যন্ড হোগা’, যার অর্থ ‘শুধুমাত্র, সে-ই আমার স্বামী হবে’। যদিও তিনি চাহালের নাম উল্লেখ করেননি, তবে এই পোস্টটি নেটিজেনদের মনে অনেক প্রশ্ন জাগিয়েছে।
মাহভাশ বুধবার ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন। সেখানে তিনি হিন্দিতে বলেন, ‘আমার জীবনে যে ছেলেই আসুক না কেন, সে আমার জীবনের একমাত্র ছেলে হবে। সে আমার বন্ধু, বয়ফ্রেন্ড, স্বামী—আমার জীবন তাকে ঘিরেই আবর্তিত হবে।’
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বাস এক হি হোগা’ অর্থাৎ ‘শুধুমাত্র একজনই থাকবে’। ভিডিওটিতে চাহাল ‘লাইক’ করায় অনেকের মনে হচ্ছে, মাহভাশের এই পোস্টে তার অনুমোদন আছে।
যুজবেন্দ্র ও মাহভাশের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের খবরের পর। পরে দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে এই দুই জনকে একসঙ্গে দেখা যায়।
যুজবেন্দ্র এবং ধনশ্রী ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন। তবে তাদের বিয়ে বেশি দিন টেকেনি। জানা যায়, তারা ২০২২ সাল থেকে আলাদাভাবে থাকছিলেন এবং ২০২৫ সালের ২০ মার্চ মুম্বইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।