সুন্দরী তো বটেই, জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষির মাঝে যেন রয়েছে আরও একটু বেশি কিছু। চোখের দৃষ্টি, বডি ল্যাঙ্গুয়েজ, হাসি আর আকর্ষণীয় ফিগারের বদৌলতে তাঁকে লাস্যময়ী বলাই যায়। যেকোনো পোশাকেই অত্যন্ত নজর কাড়েন এই সুন্দরী অভিনেত্রী।
সম্প্রতি একান্ত অবকাশযাপনের বেশ কিছু ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভ্রমণগন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম নয়নাভিরাম পর্যটনকেন্দ্র কক্সবাজারকে। সেখান থেকেই তিনি ক্যামেরাবন্দী হয়েছেন বেশ ন্যাচারাল আর মোহনীয় সাদা পোশাকের লুকে। চোখজুড়ানো ছবিগুলো দেখে আসি চলুন।
বোহো স্টাইলের লেয়ারড রাফেল ক্রপ টপ আর স্কার্টে ফ্রেমবন্দী হয়েছেন তুষি। প্রকৃতির সঙ্গে সময় কাটানো তাঁর বেশ পছন্দের
এই শুভ্র আউটফিটের সঙ্গে তিনি কানে পরতে বেছে নিয়েছেন মুক্তার দুল। নো মেকআপ লুকেই তিনি সুন্দর
কক্সবাজারের মুন নেস্ট রিসোর্টে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী
এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর বাগানবিলাস ফুলের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেছেন তুষি
অবকাশযাপনে বেশ একান্তে সময় কাটাচ্ছেন তিনি
বেশ ন্যাচারাল চোখ জুড়াচ্ছেন তুষি
হ্যামকে শুয়ে এভাবেই ‘মি টাইম’ কাটাচ্ছেন অভিনেত্রী