সর্বশেষ
অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতার নির্দেশ: রাজউক চেয়ারম্যান
দিল্লিতে নিহত ৪, ‘ইয়েলো অ্যালার্ট’ জারি
আমার স্বামী চায় আমি খোলামেলা পোশাক পরি: পিয়া বিপাশা
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৬ আমল
‘পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো’
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
খালি পেটে কালোজিরা খেলে কী ঘটে শরীরে?
পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই
ধেয়ে আসছে ১৭ জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড় বৃষ্টি
ওয়ান ব্যাংকে চাকরি, ২১ বছরেই আবেদন
ছুটিতেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
মুম্বাইয়ের কাছে হেরে প্লে অফের আশা শেষ রাজস্থানের
ফের বেড়েছে মুরগির দাম, অস্থির নিত্যপণ্যের বাজার
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ
গরমে পানিশূন্যতা দূর করবে যেসব ফল

শ্বশুর বাড়িতে গিয়েও বসে নেই ডা. তাসনিম জারা

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবার ঈদ উদযাপন করেছেন রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়ায় নিজের শ্বশুর বাড়িতে। ঈদের পরের দিন তিনি সেখানেই ছিলেন। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশত কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি।

ডা. তাসনিম জারা ওই পোস্টে লিখেছেন, ঈদের পরদিন রাজবাড়ীতে অবস্থান করার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশত কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছি।

তিনি আরও বলেন, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক উঠোন থেকে আরেক উঠোনে গিয়েছি। কোনো মঞ্চ ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না। আমরা গোল হয়ে বসেছি মানুষের ঘরের উঠোনে। কখনো খোলা আকাশের নিচে, কখনো টিনের চালার নিচে, আবার কখনো গাছতলায়। আশপাশের বাড়ির মানুষ এসে বসেছেন। বলেছেন তাদের জীবনের গল্প, ছোট ছোট সমস্যার কথা, যার সমাধান হলে জীবনটা হয়ত একটু সহজ হয়ে উঠত।

ডা. তাসনিম জারা লিখেছেন, এক বৈঠকে পারভীন আপা এমন একটা গল্প বললেন যা আমি সহজে ভুলতে পারব না। উনি দুই মাস আগে স্বামীকে হারিয়েছেন। গ্রাম্য সরু, ভাঙা পথে গাড়ি চলাচলের উপায় নেই, তাই তার স্বামীর মরদেহ বাড়িতে আনতে হয়েছে ভ্যানে করে। কথাগুলো বলার সময় পারভীন আপা কেঁদে ফেললেন। তার কথায় ছিল এক গভীর অসহায়ত্ব।

তিনি লেখেন, পারভীন আপার ওই গল্পটি বারবার আমার মনে পড়ে। ঘুমাতে গেলেও তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সেই অসহায় চোখে সম্মান হারানোর যন্ত্রণা স্পষ্ট ছিল, যা বড় ক্ষতের মতো ভেতরে গেঁথে গেছে।

এনসিপির এ নেতা লিখেছেন, আমরা দেশে দুর্নীতি নিয়ে অনেক কথা বলি, বলি যে হাজার কোটি টাকা লুট হয়েছে। কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি, এই টাকা লুট করা হয়েছে পারভীন আপাদের মতো মানুষের কাছ থেকে, যারা সামান্য রাস্তা বা কিছু সম্মান ছাড়া আর কিছুই চান না, অথচ সেইটুকুও তারা পান না।

ডা. তাসনিম জারা লেখেন, যারা দেশটাকে লুট করেছে, আমি মনে করি তারা কখনো পারভীন আপার মতো মানুষের উঠোনে বসে তাদের জীবনের গল্প শোনেনি। যদি তারা তা শুনত, তাহলে হয়ত রাতের বেলা তারা শান্তিতে ঘুমাতে পারত না।

উল্লেখ্য, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার শ্বশুর বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়। তার স্বামী খালেদ সাইফুল্লাহ একজন ব্যারিস্টার।

এর আগে গত ৩০ মার্চ ডা. তাসনিম জারা রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান নিহত ও শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ