সর্বশেষ
পর্যাপ্ত সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা
ওজন কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তরমুজ
হৃতিকের চেয়েও নাগা স্মার্ট—সামান্থার মন্তব্যে নেটিজেনরা অবাক
বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা, কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়
আইপিএলে হঠাৎ ব্যাট মাপা শুরু হলো কেন?
অভিনয় নয়, শিল্পার কোটি কোটি টাকা আসে যে কাজ করে
ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বোট ক্লাবের সভাপতি হন বেনজীর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, করুন আবেদন, পদ ১৮৭
বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক
কর্মস্থলে অনুপস্থিত থাকায় খোঁজ নিতে সহকর্মীরা গেলেন বাড়িতে, অতঃপর…
মৌসুম শেষ না হতেই পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম বাড়লো
জুমার দিন যে আমলে ৮০ বছরের গুনাহ মাফ হয়

ঈদের গেট টুগেদারে নজর কাড়ুন ফিউশনধর্মী পার্টি লুকে

অনলাইন ডেস্ক

ঈদের গেট টুগেদারে বেছে নিতে পারেন ফিউশনধর্মী পার্টি পোশাক। সঙ্গে মানানসই সাজ আর অনুষঙ্গ হলে জমে উঠবে লুক। পোশাক ও ছবি ফ্যাশন উদ্যোগ পোলকা ড্রপস-এর।

ফিউশনধর্মী পোশাকগুলোকে যেকোনো একটি নির্দিষ্ট নাম দেওয়া সত্যিই কঠিন। কাট আর প্যাটার্নে ডিজাইনাররা যথেষ্ট খেলা করার সুযোগ পান এখানে। প্রাচ্য আর পাশ্চাত্যের মিশেলে নিরীক্ষাধর্মী ফিউশনওয়্যারগুলো নজর কাড়বে সহজেই।

নিরীক্ষাধর্মী ফিউশনওয়্যারগুলো নজর কাড়বে সহজেই

 

প্যাস্টেল শেডগুলো এখন আবহাওয়া ও ট্রেন্ড—দুই নিরিখেই বেছে নেওয়া যায়

প্রথমেই আসে ফেব্রিকের কথা। হালকা রঙের কিছুটা লাশ্চার বা গ্লেজ দেওয়া ফেব্রিক রাতের পার্টিতে পরার জন্য খুবই উপযোগী। প্যাস্টেল শেডগুলো এখন আবহাওয়া ও ট্রেন্ড—দুই নিরিখেই বেছে নেওয়া যায়।

লিনেন, ভিসকস, সিল্ক, জর্জেট বেশি উপযোগী

হালকা স্যাটিন, জর্জেট, ভিসকস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর সিল্ক ইত্যাদি কাপড় ভালো হবে। গাঢ় রং হলে লিনেন বা ভিসকস বেছে নেওয়া যায় আরামের কথা ভেবে। তবে এ ক্ষেত্রেও সিল্ক, জর্জেট বেশি উপযোগী।

বডিকন কাটের চেয়ে ওভারসাইজ, অসম প্যাটার্ন, এ লাইন আর ফ্লেয়ার দেওয়া ঢিলেঢালা টপ বেশি ট্রেন্ডি এখন। কেপ স্টাইলের টপ ও লেয়ার চলছে খুব।

ওভারসাইজ, অসম প্যাটার্ন, এ লাইন আর ফ্লেয়ার দেওয়া ঢিলেঢালা টপ বেশি ট্রেন্ডি এখন

বটমটি প্যান্ট, স্কার্ট আর শারারার সৃজনশীল সংমিশ্রণ হতে পারে। এখানেও ফ্লেয়ার দেওয়া ডিজাইন ট্রেন্ডি বেশি। এতে আরামও মিলবে, সঙ্গে টু-পিস বা থ্রি-পিস স্যুটের আদলে করা যায় এই ফিউশন ওয়্যারের সমন্বয়টি।

ফ্লোউই ও হালকা ফেব্রিক হলে ভালো

আন্তর্জাতিক ফ্যাশন উইক ও বিখ্যাত ফ্যাশন হাউসের কালেকশনগুলোতে কর্সেট ধাঁচের পাশাপাশি এ ধরনের কাট ও প্যাটার্নই বেশি দেখা গেছে সাম্প্রতিক সময়ে। তবে এ ক্ষেত্রে ফ্লোউই ও হালকা ফেব্রিক হলে ভালো।

ফেব্রিকে স্টোন, জরি, সুতা ও রিবন এমব্রয়ডারি থাকতে পারে। তবে এই কারুকাজেও শুধু এথনিক ডিজাইন ব্যবহার না করে বৃত্তের বাইরে গিয়ে মনের মতো মোটিফ তোলা যায়। নেকলাইনে অসম কাট, বোটনেক, সুইটহার্ট, অফশোল্ডার—সবই ফ্যাশনেবল লাগবে।

ফেব্রিকে স্টোন, জরি, সুতা ও রিবন এমব্রয়ডারি থাকতে পারে

 

হেয়ারস্টাইলে আপ-ডু বা চুল বেঁধে নেওয়ার স্টাইল করা যায়

ফিউশন ওয়্যারের সঙ্গে সেই গৎবাঁধা মেকওভার আর হেয়ারস্টাইল করলে পুরো লুকটাই মাটি হবে। হেয়ারস্টাইলে আপ-ডু বা চুল বেঁধে নেওয়ার স্টাইল করা যায় এই আবহাওয়ায় আরাম পেতে। মেসি বান বা টেনে বাঁধা স্লিক পনিটেল বা বিনুনিও ভালো লাগবে।

সাজের ক্ষেত্রে একটু নাটকীয়তা আনা যায়। মেটালিক বা ন্যুড শেডের মনোক্রম মেকআপে একটি স্ট্যান্ড আউট এলিমেন্ট বা চোখে পড়ার মতো দিক থাকলে ভালো লাগবে। হতে পারে তা গ্লসি লাল লিপস্টিক, দরাজ হাতে গ্লিটার দেওয়া আইশ্যাডো, ইলেকট্রিক ব্লু মাসকারা-আইলাইনার অথবা অফশোল্ডার নেকলাইন বরাবর ঝিকমিকে বডি আর্ট।

সাজের ক্ষেত্রে একটু নাটকীয়তা আনা যায়

জুতার ক্ষেত্রেও পরীক্ষা-নিরীক্ষা চলতেই পারে। বেছে নেওয়া যায় স্টিলেটো, ব্লক হিল, এমনকি ব্যালে পাম্পও।

পোশাক ছবি: পোলকা ড্রপস

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ