একটা সময় ছিল, যখন মেয়েরা শাড়ির সঙ্গে মিলিয়ে ব্লাউজ পরত। এখন চিত্রটা উল্টে ব্লাউজের সঙ্গে মিলিয়ে শাড়ি পরার চল শুরু হয়েছে। শাড়ির পাশাপাশি কদর বাড়ছে ব্লাউজেরও। নানা ধরনের কাটিং, রং, স্লিভ, প্যাটার্ন এবং ফেব্রিক নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করছেন ডিজাইনাররা। আর সেগুলোই যুক্ত হয়েছে ট্রেন্ডসেটার হিসেবে। তা ছাড়া শাড়ির ফ্যাশনে এখন স্টেটমেন্ট ব্লাউজের আছে আলাদা কদর।
পুরো লুকটিকেই যখন একটি পোশাক, পোশাকের অংশবিশেষ বা অনুষঙ্গ একেবারে বদলে দেয় আর নজর কাড়ে সবার, তখনই তাকে ফ্যাশনের পরিভাষায় বলা হয় ‘স্টেটমেন্ট পিস’। আর ঠিক এমনই নজরকাড়া, বৈচিত্র্যময় ডিজাইনের ব্লাউজকে ফোকাসে রেখে শাড়ির সাজে নিজেকে সাজাচ্ছেন এখন ফ্যাশনিস্তারা। দেশীয় তারকারাও এ বিষয়ে এক ধাপ এগিয়ে। তাঁদের স্টাইল সব সময়ই ফ্যাশন–দুনিয়াকে প্রভাবিত করে প্রবলভাবে। ঈদের দাওয়াতে স্টাইলিশ তারকাদের বিভিন্ন সময়ের আলোচিত ব্লাউজের ডিজাইনের অনুপ্রেরণায় নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে পারেন অনুরাগীরা। এবার চলুন তবে এই তারকাদের ইনস্টাগ্রাম থেকে পাওয়া বিভিন্ন সময়ের আলোচিত ও জনপ্রিয় স্টেটমেন্ট ব্লাউজগুলো দেখে নেওয়া যাক। ফ্যাশনের ট্রেন্ডের শীর্ষেই আছে এই লুকগুলো এখন।
একরঙা গোলাপি সিল্ক শাড়ির সঙ্গে খুব সুন্দর একটা স্টেটমেন্ট ব্লাউজ পরেছেন তিনি। শাড়ির জমিনে সিলভার স্ট্রাইপের নকশা আছে। সেটির সঙ্গেই মিল রেখে অভিনেত্রী তাঁর ব্লাউজ বেছে নিয়েছেন। তাঁর ডিপ সুইটহার্ট নেকলাইনের ব্লাউজটি সিকুইন, পাথর আর ছোট ছোট মুক্তায় সজ্জিত। শাড়ি ও ব্লাউজের সমন্বয়ে মিম যেন হয়ে উঠেছেন অপরূপা সুন্দরী।
ফ্লোরাল শাড়ির সঙ্গে থ্রি কোয়ার্টার বেলুন স্লিভের এই ব্লাউজের সমন্বয় সত্যিই সুন্দর।
ব্লক ছাপা লাল শাড়ির সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন সাদা হল্টার নেক ব্লাউজ
ফ্লোরাল স্ট্রাইপ নুডল স্ট্র্যাপের ব্লাউজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল পরেছেন একরঙা শাড়ি ।
তানজিন তিশার হলুদ শাড়ির সঙ্গে বিশেষ আকর্ষণ কাড়ছে ক্রেপ স্টাইলের এই স্টেটমেন্ট ব্লাউজের লুক।
আকর্ষণীয় স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে জামদানি শাড়ির নজরকাড়া ড্রেপিংয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। কর্নফ্লাওয়ার ব্লু রঙের ল্যাপেল দেওয়া ব্লাউজের নিচে নট বাঁধা ডিজাইনে আকর্ষণ বেড়েছে।
মেহজাবীন চৌধুরীর ব্যাকলেস ব্লাউজের প্যাটার্নে আভিজাত্যের ছাপ। সাদা বর্ডার নেকলাইনে সুন্দর লেস দেওয়া।
পার্লকোর থিম এখন ফ্যাশনে ইন। অভিনেত্রী প্যাস্টেল শাড়ির সঙ্গে বেছে নিয়েছেন মুক্তার কাজ করা ব্লাউজ। ব্লাউজের পেছনে বসানো হয়েছে কয়েক লেয়ারের মুক্তার মালা। বডি জুয়েলারিও বলা যায় একে।
সাদা জামদানির এই অনবদ্য লুকটি রুনা খানের সুপারহিট সাজপোশাকের তালিকার শীর্ষের দিকেই আছে। নজরকাড়া ওয়ান স্লিভ ব্লাউজের সঙ্গে পরেছেন জামদানি শাড়ি।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম