মডেলিংয়ের হাত ধরে ক্যারিয়ারের শুরু হলেও তিনি এখন বাংলা সিনেমার একজন জনপ্রিয় তারকা অভিনেত্রী। বলছিলাম টালিউডের পরিচিত মুখ সৌরসেনী মৈত্রর কথা। বাংলা-হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন সৌরসেনী। মঞ্চাভিনয়েও তিনি নতুন নন। আবার ফ্যাশনের দৌড়েও অভিনেত্রী দশে দশ। বহুগুণে গুণান্বিতা সৌরসেনীর অনুরাগীর সংখ্যাটা তাই অনেক বেশি। ইনস্টাগ্রামে নিজের স্টাইলিশ আর বোল্ড সব ছবি প্রায়ই শেয়ার করেন তিনি। চলুন, অভিনেত্রীর সাম্প্রতিক ওয়েস্টার্ন লুকগুলো দেখে আসি।
লেদার গাউনের লুক
স্ট্রেপলেস লেদার গাউনে লাস্যময়ী সৌরসেনী।
কোরসেট স্টাইলের এই গাউনের অন্যতম আকর্ষণ সাইড স্লিট ডিজাইন
গ্ল্যাম মেকআপে জাদু ছড়াচ্ছেন অভিনেত্রী। করেছেন সেমি কার্ল হেয়ারস্টাইল । অনুষঙ্গ হিসেবে পরেছেন গোল্ডেন রিং দুল, কাফ ব্রেসলেট আর আংটি
বার্গান্ডি রঙের এই পোশাকে তাঁকে বেশ স্টাইলিশ লাগছে
বার্বিকোর লুকে
গোলাপি মিনি ড্রেসের বার্বিকোর থিমে ধরা দিয়েছেন অভিনেত্রী । স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে পায়ের মোজা আর হিল
ড্রেসের ওপর জড়িয়ে লেয়ার করেছেন ম্যাচিং ক্ল্যাসিক টুইড জ্যাকেট
এই সুন্দর পোশাকের সঙ্গে মেসি হেয়ার বান বেছে নিয়েছেন সুন্দরী
পোশাকের সঙ্গে মিলিয়ে তিনি সেজেছেন গোলাপি আভার মেকআপে। আর গলায় পরেছেন চাংকি জুয়েলারি