সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় চারটি মামলা রয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই জেলা শহরে খালপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খানের ওপর সন্ত্রাসী হামলা করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে আজাদ হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ৮ সেপ্টেম্বর আজাদ হোসেন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

এ ছাড়া জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় আরও তিনটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোলাম মহীউদ্দীন আত্মগোপনে চলে যান।

আসামিপক্ষের আইনজীবী অসীম কুমার বিশ্বাস বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন। এর মধ্যে দুটি মামলায় আজ মঙ্গলবার জামিনের মেয়াদ শেষ হয়। এ ছাড়া অপর দুটি মামলায় আগামী ১০ এপ্রিল এবং ১৪ এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ রয়েছে।

সরকারি কৌঁসুলি এ এফ এম নুরতাজ আলম বাহার বলেন, আসামির নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বিচারক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ