সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণ।

বিদ্যালয়টি ১৯৭৩ সালে হাজি জমশের আলী সরকার এবং এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে নিশ্চিন্তপুর ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপ লাভ করে।

অনুষ্ঠানের প্রথম পর্বে শুরু হয় সব শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে ব্যান্ডের তালে তালে বাদ্য-বাজনা সহকারে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি বিদ্যালয়ের মূল ফটক থেকে বেরিয়ে নিশ্চিন্তপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সুবর্ণ জয়ন্তী উৎসব-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মো. ছানোয়ার হোসেন শামীম, বিশেষ অতিথি সাবেক জ্যেষ্ঠ শিক্ষক এবং স্কুলের প্রধান শিক্ষকরা জাতীয় পতাকা উত্তোলন করেন।

মো. জাহিদুল ইসলাম, জয়নুল আবেদীন, শারমিন শিউলির সঞ্চালনায় সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি স্কুলের এসএসসির প্রথম ব্যাচ ১৯৮৮-এর মো. ছানোয়ার হোসেন শামীমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও এসএসসি ১৯৮৮-এর মো. সাইফুল ইসলাম রতনের শুভেচ্ছা বক্তব্য এবং পরবর্তীতে বিশেষ অতিথি আব্দুল খালেক সরকার, আমন্ত্রিত অতিথি প্রতিষ্ঠাকালীন শিক্ষক (অব.) জালাল উদ্দিন, ফজলুর রহমান ভূঁইয়া, মাওলানা মানছুরুর রহমান, খোশ মাহমুদ সরকার, বর্ষীয়ান মুরুব্বি (অব.) সেনা কর্মকর্তা আফসার উদ্দিন আহাম্মেদ ও মো. আব্দুল মজিদ বক্তব্য রাখেন। শেষে আয়োজক কমিটির আহ্বায়ক, বিশেষ অতিথি, সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীসহ অনুষ্ঠানের মূল আকর্ষণ সবার কাঙ্ক্ষিত স্মৃতির খোরাক হিসেবে বিভিন্ন তথ্য সম্বলিত স্মরণিকা ‘প্রাণোচ্ছ্বাস’ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ‘এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নামে একটি সংগঠনের নাম ঘোষণা করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন মো. ফরিদুল হক। প্রথম পর্ব শেষে মধ্যাহ্ন ভোজ ও নামাজের বিরতি দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে আবু সাঈদ দুলাল, তামান্না হক ও শাহদতের সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী বন্ধুদের মধ্যে মো. রায়হান আলী, মো. আব্দুর রশীদ, জাকিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুল আউয়াল, শাহীনুল ইসলাম, ইন্জিনিয়ার নজরুল ইসলাম স্মৃতিচারণ করেন। পরবর্তীতে প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা সহযোগী, সাবেক ও বর্তমান শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দেন।

শিক্ষার্থীদের মধ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে আকর্ষণীয় স্মরণিকা ‘প্রাণোচ্ছ্বাস’, লোগো খচিত মগ, টি শার্ট, চমৎকার ব্যাগ  উপহার হিসেবে দেওয়া হয়।

উল্লেখ্য যে, ঘোষিত ‘এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নামের সংগঠনটি নিশ্চিন্তপুর ইউনিয়ন তথা আশপাশের এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, এতিম, দুঃস্থ, অসহায়দের এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করার প্রতিশ্রুতি জ্ঞাপন করে।

তৃতীয় পর্বে পলাশ ও জেরিনের সঞ্চালনায় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা নানা আলোচনা, আবৃত্তি, নৃত্য, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগীতে মেতে উঠেন এবং আতশবাজির জমকালো আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শেষে পথিক ব্যান্ড এবং ক্লোজ আপ ওয়ান তারকা নোলক বাবুর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। সাংস্কৃতিক পর্ব শেষে শুরু হয় সকলের কাঙ্ক্ষিত র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ