সর্বশেষ
পর্যাপ্ত সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা
ওজন কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তরমুজ
হৃতিকের চেয়েও নাগা স্মার্ট—সামান্থার মন্তব্যে নেটিজেনরা অবাক
বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা, কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়
আইপিএলে হঠাৎ ব্যাট মাপা শুরু হলো কেন?
অভিনয় নয়, শিল্পার কোটি কোটি টাকা আসে যে কাজ করে
ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বোট ক্লাবের সভাপতি হন বেনজীর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, করুন আবেদন, পদ ১৮৭
বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক
কর্মস্থলে অনুপস্থিত থাকায় খোঁজ নিতে সহকর্মীরা গেলেন বাড়িতে, অতঃপর…
মৌসুম শেষ না হতেই পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম বাড়লো
জুমার দিন যে আমলে ৮০ বছরের গুনাহ মাফ হয়

গুগল প্লে স্টোরে সতর্কবার্তা দেখাচ্ছে গুগল, কারণ কী

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা যাতে নিরাপদে অ্যাপ ব্যবহার করতে পারেন, সে জন্য গুগল প্লে স্টোরে প্রদর্শনের আগেই অ্যাপটি ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল। তবে গুগলের নিরাপত্তাব্যবস্থা মেনে চললেও মাঝেমধ্যেই নিম্নমানের বিভিন্ন অ্যাপ জায়গা করে নেয় গুগল প্লে স্টোরে। তাই নিম্নমানের অ্যাপগুলোর বিষয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। নতুন এ উদ্যোগের আওতায় কেউ গুগল প্লে স্টোর থেকে নিম্নমানের অ্যাপ নামাতে গেলেই একটি সতর্কবার্তা দেখাচ্ছে প্রতিষ্ঠানটি।

নতুন এ উদ্যোগের বিষয়ে গুগল জানিয়েছে, প্লে স্টোর থেকে নামানো যেসব অ্যাপ তুলনামূলকভাবে বেশি বার মুছে ফেলা হয়, সেসব অ্যাপের নিচে হলুদ রঙের একটি বার্তা দেখানো হবে। সেখানে লেখা থাকবে, ‘এই অ্যাপ প্লে স্টোরের অন্যান্য অ্যাপের তুলনায় বেশি বার আনইনস্টল করা হয়েছে।’ অর্থাৎ কোনো অ্যাপ যদি ডাউনলোডের পরপরই অনেক ব্যবহারকারী মুছে ফেলেন, তাহলে ধরে নেওয়া যায় অ্যাপটির মান সন্তোষজনক নয় বা অ্যাপটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো নয়।

বিশেষজ্ঞদের মতে, গুগলের এ সতর্কবার্তা নির্দিষ্ট অ্যাপের গুণগতমান, বিজ্ঞাপন নীতিমালা, অতিরিক্ত খরচ বা দুর্বল সেবামান সম্পর্কে ব্যবহারকারীদের আগেভাগে জানতে সহায়তা করবে। ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত অ্যাপ নামানো থেকে বিরত থাকার পাশাপাশি অর্থের অপচয় এড়াতে পারবেন।

নতুন এ সতর্কবার্তার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। রেডিটে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘গুগল প্লে স্টোরের নতুন এ উদ্যোগ বেশ উপকারী বলে মনে হচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘বিভিন্ন বিকল্পের মধ্যে সেরা অ্যাপটি বেছে নিতে এটি কাজে দেবে।’ অনেকের মতে, অ্যাপের রেটিং বা রিভিউ অনেক সময়েই বিভ্রান্তিকর হয়ে থাকে। ফলে অ্যাপটির প্রকৃত মান বোঝা কঠিন হয়ে পড়ে। নতুন এ সতর্কবার্তা এসব বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে সহায়তা করবে।

সূত্র: দ্য সান

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ