তমা মীর্জা প্রায়ই সুড়ঙ্গ বা দাগী সিনেমার মতো নন গ্ল্যামারাস ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। তবে এমনিতে তাঁকে প্রায়ই নানা লুকে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে অবকাশযাপনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে। শাড়ি বা এথনিক ওয়্যারে তাঁকে খুবই আকর্ষণীয় লাগে।
কিন্তু তমার মাঝে কোথাও এক ধরনের পশ্চিমা ঘরানার সৌন্দর্য রয়েছে। হতে পারে তা এই অভিনেত্রীর মুখশ্রী আর গায়ের রঙের কারণে। এছাড়া, তমা মীর্জার চমৎকার ফিগারে মানিয়ে যায় যেকোনো ধরনের ওয়েস্টার্ন পোশাক। এবারে তবে এই অভিনেত্রীর গাউন, টিশার্ট, টপ আর ড্রেসের আবেদনময়ী ১০টি লুকে দেখে নিন চলুন।
লাল স্লিপ ড্রেসে তমা মীর্জা। গলায় ট্রেন্ডি সবুজ পাথরের নেকপিস
নীল শর্টসের সঙ্গে উজ্জ্বল কমলা ওভারসাইজড শার্ট পরেছেন এই সুন্দরী অভিনেত্রী এখানে
ভেস্ট আর ম্যাচিং প্যান্টের সাদা কো-অর্ড সেটে তমা। সঙ্গে ম্যাচিং ব্যাগ
লাল স্যাটিনের স্লিপ ড্রেস পরেছেন তমা মীর্জা। ঠোঁটের লাল রং আর কানের পাশে গোঁজা লাল গোলাপ জাগাচ্ছে বাড়তি আকর্ষণ
সাদা মিনিড্রেসের ওপরে এখানে তমা পরেছেন ডেনিমের জ্যাকেট। সঙ্গে লম্বা চেনের সাদা ব্যাগ।
ব্যাকলেস কাট আউট ডিজাইনের গাউনে তমা
ফুলের সঙ্গে ফুলেল ড্রেসে এই সুন্দরী অভিনেত্রী
আকর্ষণীয় লাউঞ্জওয়্যারে তমা মীর্জা
কালো স্পোর্টস ব্রা দিয়ে অফ হোয়াইট স্যুট পরেছেন এই অভিনেত্রী
সবুজ ড্রেসে প্রকৃতির মাঝে সুন্দর লাগছে তমা মীর্জাকে।