বিএনপির জাপান শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশে অবিলম্বে জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।আলোচনা সভায় বর্তমানে দেশটিতে সফররত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়উদ্দিন হায়দার।
জাপানের রাজধানী টোকিওর এক রেস্তোরায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা। সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি আলমগির হোসেন মিঠু, ফয়সাল সালাহউদ্দিন ও কাজী এনামুল হক ইকবাল বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে জবাবদিহিতা মূলক রাষ্ট্র বিনির্মাণই এখন বিএনপির প্রধান লক্ষ্য। তা অর্জন করার জন্যই অবিলম্বে অবাধ জাতীয় নির্বাচন দরকার।