সর্বশেষ
পর্যাপ্ত সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা
ওজন কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তরমুজ
হৃতিকের চেয়েও নাগা স্মার্ট—সামান্থার মন্তব্যে নেটিজেনরা অবাক
বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা, কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়
আইপিএলে হঠাৎ ব্যাট মাপা শুরু হলো কেন?
অভিনয় নয়, শিল্পার কোটি কোটি টাকা আসে যে কাজ করে
ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বোট ক্লাবের সভাপতি হন বেনজীর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, করুন আবেদন, পদ ১৮৭
বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক
কর্মস্থলে অনুপস্থিত থাকায় খোঁজ নিতে সহকর্মীরা গেলেন বাড়িতে, অতঃপর…
মৌসুম শেষ না হতেই পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম বাড়লো
জুমার দিন যে আমলে ৮০ বছরের গুনাহ মাফ হয়

মাগরিবের নামাজ চার রাকাত পড়লে করণীয় কী?

অনলাইন ডেস্ক

প্রশ্ন: মাগরিবের নামাজ ভুলে চার রাকাত পড়ে ফেললে করণীয় কি

উত্তর: মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে যদি ইমাম তাশাহুদ পরিমাণ বৈঠকে বসে থাকার পর, ভুলবশত দাঁড়িয়ে চতুর্থ রাকাত পড়ে ফেলেন তাহলে করণীয় হলো, শেষে সাহু সিজদা করা। সাহু সিজদা করলে নামাজ হয়ে যাবে এবং চতুর্থ রাকাতটি বাতিল বলে গণ্য হবে।

আর যদি সেক্ষেত্রে ইমাম সাহু সিজদাহ না করেন, তাহলে ওয়াক্তের মধ্যে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। ওয়াক্ত শেষ হয়ে গেলে আর পড়া যাবে না। নামাযটি অসম্পূর্ণভাবে আদায় হয়ে যাবে।

আর যদি ইমাম তৃতীয় রাকাতে তাশাহুদ পরিমাণ বৈঠক না করেন, তাহলে মাগরিবের নামাজ আদায় হবে না। পুনরায় আদায় করতে হবে।

মাগরিবের ওয়াক্ত কতক্ষণ থাকে?

পশ্চিম আকাশে আভা (সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে যে আলোকচ্ছটা থাকে তা) অদৃশ্য হওয়া পর্যন্ত ভিন্ন শব্দে বললে, ইশার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। সাধারণত এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা এই সময়টুকু দীর্ঘায়িত হয়।

তবে সূর্যাস্তের পরপরই অল্পসময়ের মধ্যেই মাগরিবের নামাজ পড়ে নেওয়া উত্তম।

আবদুল্লাহ ইবনু আমর (রা.) বর্ণিত: তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- জোহরের সালাতের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য (মাথার উপর থেকে পশ্চিম দিকে) হেলে পড়ে এবং মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হয়। আর আসরের সালাতের সময় না হওয়া পর্যন্ত তা থাকে।

আসরের সালাতের সময় থাকে সূর্য বিবর্ণ হয়ে সোনালি বা তাম্রবর্ণ ধারণ না করা পর্যন্ত। মাগরিবের সালাতের সময় থাকে সূর্যাস্তের পর সন্ধ্যা গোধূলি বা পশ্চিম দিগন্তে উদ্ভাসিত শুভ্রতা অথবা লালিমা অন্তর্হিত না হওয়া পর্যন্ত।

ইশার সালাতের সময় থাকে অর্ধরাত্রি অর্থাৎ- মধ্যরাত পর্যন্ত। আর ফজরের সালাতের সময় শুরু হয় ফজর বা ঊষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। অতএব সূর্যোদয়ের সময় সালাত আদায় করা বন্ধ রাখবে। কারণ সূর্য শয়তানের দু’ শিঙয়ের মধ্যখানে উদিত হয়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ