যতদিন না ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হবে, ততদিন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যাবে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে ফিলিস্তিনের গাজা ও রাফাহতে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিএনপি আয়োজিত র্যলির আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির এই নেতা বলেন, বিশ্ব মোড়লদের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চললেও মুসলিম বিশ্বের নেতারা কার্যকর ভূমিকা রাখছে না।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নিজেরা বাঁচার জন্য মুসলিম নেতারা কার্যকর ভূমিকা রাখছে না। মুসলিম বিশ্ব সরব থাকলে এমন গণহত্যা হতো না। যারা নীরব তারা হত্যাকাণ্ডের পক্ষে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
এদিন ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি।