সর্বশেষ
ওয়াকফ বিল পাসের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
পর্যাপ্ত সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়: গোলাম পরওয়ার
কর্মীদের বিদেশ পাঠানোর ক্ষেত্রে ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা
ওজন কমায় ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তরমুজ
হৃতিকের চেয়েও নাগা স্মার্ট—সামান্থার মন্তব্যে নেটিজেনরা অবাক
বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা, কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়
আইপিএলে হঠাৎ ব্যাট মাপা শুরু হলো কেন?
অভিনয় নয়, শিল্পার কোটি কোটি টাকা আসে যে কাজ করে
ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বোট ক্লাবের সভাপতি হন বেনজীর
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, করুন আবেদন, পদ ১৮৭
বিশ্বকাপের টিকিট পেল পাকিস্তান
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক
কর্মস্থলে অনুপস্থিত থাকায় খোঁজ নিতে সহকর্মীরা গেলেন বাড়িতে, অতঃপর…
মৌসুম শেষ না হতেই পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম বাড়লো

নতুন ইতিহাস গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক

আগে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাউন্ডারি সংখ্যায় সবার ওপরে ছিলেন বিরাট কোহলি।বৃহস্পতিবার ব্যাট করতে নেমে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার বাউন্ডারির রেকর্ড গড়েন কোহলি। এখন পর্যন্ত আইপিএলের ১৮ সংস্করণেই খেলা এই তারকা ২৫৭ ম্যাচে মেরেছেন ৭২১ চার ও ২৭৯টি ছক্কা।

চলতি আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে আজ ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগে ব্যাট করতে নেমে ১৪ বলে ২ ছক্কা ও ১ চারে তিনি ২২ রান করে আইপিএলে ১০০০ বাউন্ডারি পূর্ণ করেন কোহলি।

ম্যাচ শুরুর আগে ভারতীয় সাবেক অধিনায়কের মাইলফলক পূর্ণ করতে মাত্র দুটি বাউন্ডারি প্রয়োজন ছিল কোহলির। চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের ডেলিভারি উড়িয়ে সীমানা ছাড়া করতেই সেই পূর্ণতা পেয়ে যান কোহলি। এছাড়া সর্বমোট বাউন্ডারির দিক থেকে যথাক্রমে অবস্থান করছেন শেখর ধাওয়ান (৯২০), ডেভিড ওয়ার্নার (৮৯৯) ও রোহিত শর্মা (৮৮৫)।

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চার মেরেছেন ধাওয়ান (৭৬৮)। ৭২১ চার নিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে কোহলির সামনে। ধাওয়ান ইতোমধ্যে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।

অন্যদিকে, ইউনিভার্স বসখ্যাত ক্রিস গেইল আগে থেকেই ছক্কার রাজা। আইপিএলেও সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন (৩৫৭টি)। এদিক থেকে তার পরই আছেন রোহিত শর্মা (২৮২)। তিনটি ছক্কা কম নিয়ে জাতীয় দলের এই সতীর্থকেও ধাওয়া করছেন কোহলি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ