বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতের চট্টগ্রাম মহানগর আয়োজিত দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক পরওয়ার বলেন, “অহেতুক কোনো বিলম্ব না করে জাতির প্রত্যাশা পূরণে যত সময় প্রয়োজন, তত সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
তিনি অভিযোগ করেন, “পলাতক স্বৈরাচারীরা এখন দেশের বাইরে থেকে অর্থ ব্যয় করে গুজব ছড়াচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনেও তাদের ষড়যন্ত্র থেমে নেই।”
আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইসরায়েলকে “সন্ত্রাসী রাষ্ট্র” আখ্যা দিয়ে বলেন, “গাজায় নারী ও শিশু হত্যার মাধ্যমে ইসরায়েল বর্বরতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই রাষ্ট্রকে প্রতিরোধ করতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।”
ইসরায়েলের পক্ষে থাকা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ না করলে গোটা মুসলিম বিশ্ব দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে।” তিনি জাতিসংঘ ও ওআইসিকে ইসরায়েলবিরোধী বৈশ্বিক বয়কট ও প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াত চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলামসহ অনেকে।