বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, লড়াই শেষ হয়নি, যতদিন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পারব ততদিন রাজপথে থাকব। জনপ্রতিনিধিদের নিয়ে একটি সরকার যতদিন গঠন না হবে, ততদিন পর্যন্ত সংকট কাটবে না। তাই বর্তমান সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এমন প্রত্যাশা করছি।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। এছাড়াও ৩১ দফার মধ্যদিয়ে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই।
দিনাজপুর সদর উপজেলার বাশেরহাটস্থ একটি রিসোর্ট-এর জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে একটি যৌথ সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি রংপুরের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান। অনুষ্ঠানের সভাপত্বি করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ।