সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

‘ঢাকার মার্চ ফর গাজা ইতিহাসে লেখা থাকবে’: ফিলিস্তিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি এই ঐতিহাসিক সমাবেশকে যুগে যুগে প্রতিধ্বনিত হওয়ার মতো ঘটনা বলে আখ্যায়িত করেছেন।

গতকাল শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রদূত বলেন, “ঢাকা তার অতুলনীয় মানবিকতা দিয়ে বিশ্বকে বারবার চমকে দিচ্ছে। গাজার প্রতি সংহতিতে আয়োজিত এই বিশাল সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। এটি সীমান্ত পেরিয়ে ন্যায়ের বার্তা ছড়িয়ে দেবে।”

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি যে অটল সমর্থন ও ভালোবাসা দেখিয়েছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। পুরুষ, নারী, তরুণ ও প্রবীণ—সবাই এই আন্দোলনে একাত্ম হয়েছেন। বাংলাদেশের এই নির্ভীক অবস্থান প্রমাণ করে, তারা ইতিহাসের সঠিক দিকেই দাঁড়িয়ে আছে।”

রাষ্ট্রদূত আরও বলেন, “আজকের বাংলাদেশ এমন এক দেশ, যারা মানবতার প্রশ্নে কোনো আপস করে না। ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও মুক্তির আন্দোলনের পক্ষে বাংলাদেশীদের অবস্থান এক মহৎ দৃষ্টান্ত।”

বিবৃতিতে ঢাকার ‘মার্চ ফর গাজা’র দৃশ্যও তুলে ধরেন তিনি। রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা, হাজার হাজার মানুষের কণ্ঠে ন্যায়ের ডাক—এই দৃশ্য বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, “ঢাকার এই কণ্ঠস্বর থেমে থাকবে না, যতদিন না ফিলিস্তিন দখলদারিত্ব ও অবিচার থেকে মুক্ত হয়। বাংলাদেশের মানুষ কেবল সমর্থক নয়—তারা আমাদের আশা, মর্যাদা ও সংগ্রামের অংশীদার।”

তিনি বাংলাদেশের জনগণ, মিছিলকারী শিক্ষার্থী, চিত্রশিল্পী, ইমাম ও সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং বলেন, “গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীর পর্যন্ত বাংলাদেশের এই সংহতি আমাদের হৃদয়ে অনুভূত হয়। ফিলিস্তিন-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ন্যায়বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম অব্যাহত থাকুক।”

উল্লেখ্য, শনিবার রাজধানীতে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষ অংশগ্রহণ করেন। দল-মত নির্বিশেষে এই মানবিক সমাবেশ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ