সর্বশেষ
শেখ মুজিবের ছবি সরিয়ে ৮ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি ছাত্রদলের
বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না : জামায়াতের আমির
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

‘ঝগড়া’ করতে মজা লাগে অস্ট্রেলিয়ান তারকার

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক শর্মার দাপুটে ব্যাটিংয়ে উড়ে গেছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৪৬ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাঞ্জাব। হায়দরাবাদের দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিং করেন।

দলের জয়ে মাত্র ৫৫ বল মোকাবেলা করে ১০টি চার আর ১৪টি ছক্কার সাহায্যে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। এছাড়া ৩৭ বলে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান করেন ট্রাভিস হেড।

ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা ২৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান। উদ্বোধনী জুটিতে ১২.২ ওভারে ১৭১ রান করেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। অভিষেক শর্মা ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান।

এই ম্যাচে বাগবিতণ্ডায় জড়ান অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকটোর গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্র্যাভিস হেড। ট্রাভিস হেড ব্যাটিং করার সময় ই ম্যাক্সওয়েলের সঙ্গে তার বাগযুদ্ধ লেগে যায়। এরপর আরেক অজি সতীর্থ মার্কাস স্টইনিসকে দেখা যায় সেখানে গিয়ে দুজনের সঙ্গেই কথা বলতে এবং দুজনকে ঠান্ডা করার চেষ্টা করেন।

অবশ্য এক্ষেত্রে দোষ ম্যাক্সওয়েলের। কারণ হেডের মারা বলই ম্যাক্সওয়েলের কাছে আসতে তিনি তা স্টাম্প লক্ষ্য করে ছুঁড়ে দেন। আর তাতেই হেড বিরক্ত হন এবং রেগে যান। এরপর দুই তারকাই নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়ান। একঝলকে দেখে নিন সেই ভিডিয়ো, যদিও পরে বিষয়টি ঠান্ডা হয়।

ম্যাচ শেষে ট্র্যাভিস হেড অবশ্য বিতর্ক না বাড়িয়ে বলে দিলেন, ‘সতীর্থদের সঙ্গে খেলতে সব সময়ই বেশ মজাদার লাগে। একটু আধটু বন্ধুত্বসুলভ ঝগড়া ভালোই লাগে ’।

ব্যাট হাতে ট্র্যাভিস হেড মাত্র ৩৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। অভিষেকের সঙ্গে তার বিশাল জুটির সুবাদেই ম্যাচ জিতে আইপিএলে কামব্যাক করে এসআরএইচ।

তিনি বলেন, ‘আজ আমাদের জয়টা দরকার ছিল। আমরা মাঝপথের মধ্যেই কাজটা সেড়ে ফেলেছিলাম। আমরা নিজেদের সুযোগ দিতে চেয়েছিলাম। প্রথম দুই ওভারে আমরা ধৈর্য্য ধরেছি। ছন্দ ফিরে পেয়ে ভালোই লাগছে। ছোট ছোট বিষয়গুলোই ঠিক করতে চেয়েছিলাম, যেমন গতবার করেছিলাম। আমরা নিজেদের মধ্যে একে অপরকে প্রশংসা করে থাকি। আজকে আমাদের ভাগ্যও সাথ দিয়েছে, যেটা ভালো। আর এই উইকেটে এমনিতেই বড় রান ওঠে’।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ