সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

‘নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে’

অনলাইন ডেস্ক

নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক এবং মহানগর এনসিপি নেতা আবু রায়হান বলেছেন, গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। পর্যাপ্ত সংস্কারের আগে নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গেছে।

তিনি আরও বলেন, যারা জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে না। তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এবং লুটপাটের জন্য নির্বাচন নির্বাচন করছে। এ মুহূর্তে নির্বাচন হলে অতীতের মতোই ফ্যাসিবাদ কায়েম হবে। তাই নির্বাচনের আগে সব সেক্টরে পর্যাপ্ত সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে জনগণের সব অধিকার নিশ্চিত করতে হবে।

রোববার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ১৮০ জন যোদ্ধার মধ্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়। এসব কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা সব সরকারি হসপিটালে বিশেষ গুরুত্বসহকারে চিকিৎসাসেবা পাবেন।

আবু রায়হান বলেন, নির্বাচন এবং দেশ পরিচালনায় ভিনদেশী প্রেসক্রিপশন আর চলবে না। আমরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা রক্ষার দায়িত্বও আমাদের সবার। অত্যন্ত দুঃখের বিষয় একটা গোষ্ঠী জুলাই গণ-অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করতে চায় না। তারাই নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এসব চক্রান্তকারীদের আহত যোদ্ধারাই জবাব দেবেন।

জুলাই আন্দোলনে আহতদের যাচাই-বাছাই কমিটির সদস্য ডা. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার রেজা আকবর। তিনি বলেন, আপনারা জুলাই-আগস্ট যোদ্ধারা দেশের সম্পদ। আপনারা জীবন বাজি রেখে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছেন। এ দেশকে রক্ষা করার দায়িত্বও আপনাদের।

এ সময় মোট ১৮০ জন জুলাই আন্দোলনে আহতদের স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। এ কার্ডের মাধ্যমে তারা দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ