সর্বশেষ
শেখ মুজিবের ছবি সরিয়ে ৮ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি ছাত্রদলের
বিচার না হলে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না : জামায়াতের আমির
ইন্টারনেট ব্যবহারকারীরা সুখবর পেতে যাচ্ছেন!
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না : মির্জা ফখরুল
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা বিকেলে
এআই সাংবাদিকতার স্থান নিতে পারবে না: ইতালীয় সংবাদপত্রের সম্পাদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হলেন মুহাম্মদ আবু আবিদ
চা-বাগান জ্বলছে খরায় 
এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী
আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও
হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার ২৫ হাজার ৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে তাদের প্রয়োজনীয় ভ্রমণ কাগজপত্র সংগ্রহের জন্য। অন্যদিকে, আরও দুই হাজার ২৭৯ জনকে উৎস দেশে ভ্রমণের প্রস্তুতির জন্য প্রক্রিয়া শেষ করা হয়েছে এবং ৮ হাজার ১২৬ জনকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, সৌদি আরবে সপ্তাহব্যাপী অভিযানে বাসস্থান, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজার ৬৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এমনটি জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জাতীয় পর্যায়ের অভিযান ২০২৫ সালের হজ মৌসুমের আগে সীমান্ত ও শ্রমবাজার নিয়ন্ত্রণে আনতে সৌদি আরবের চলমান উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। খবর গালফ নিউজের।

৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত যৌথভাবে পরিচালিত এই অভিযানে দেশটির একাধিক সরকারি সংস্থা অংশ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৮১৩ জন বাসস্থান আইনের, ৪ হাজার ৩৬৬ জন সীমান্ত নিরাপত্তা আইনের এবং ২ হাজার ৪৯০ জন শ্রম আইনের ধারা লঙ্ঘন করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে এক হাজার ৪৯৭ জন সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েন। তাদের মধ্যে ৬৯ শতাংশ ছিলেন ইথিওপিয়ার, ২৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া, অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আরও ৫৯ জনকে আটক করা হয়েছে।

অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, কেউ যদি অবৈধ অভিবাসীদের সহায়তা করে—যেমন পরিবহন, আবাসন বা যেকোনো রকম সাহায্য প্রদান করে—তাহলে তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি জব্দের মুখোমুখি হতে পারে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ